• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আপনাদের বিরুদ্ধেও F.I.R. হয়েছে, কলকাতা পুলিশকে স্মরণ করিয়ে দিয়ে শুভেন্দু বললেন : “আদালতে দেখা হবে”

Eidin by Eidin
August 12, 2025
in কলকাতা, রাজ্যের খবর
আপনাদের বিরুদ্ধেও F.I.R. হয়েছে, কলকাতা পুলিশকে স্মরণ করিয়ে দিয়ে শুভেন্দু বললেন : “আদালতে দেখা হবে”
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ আগস্ট : আরজি করের তরুনী চিকিৎসক ‘অভয়া’র ধর্ষণ-খুনের ন্যায় বিচারের দাবিতে গত ৯ আগস্ট ‘নবান্ন অভিযানে’র ডাক দিয়েছিলেন মৃতার বাবা-মা । বিজেপির সমর্থনে ওই অভিযানে নিয়ম লঙ্ঘনের অভিযোগে একাধিক মামলা করেছে কলকাতা৷ পালটা জাতীয় পতাকা পদদলিত করার অভিযোগে কলকাতা পুলিশ কমিশনার(সিপি) মনোজ কুমার বর্মাসহ পুলিশকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজেপি । সিপিকে সেকথা স্মরণ করিয়ে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ মঙ্গলবার এক্স-এ লিখেছেন, “আদালতে দেখা হবে”৷ 

প্রসঙ্গত,নবান্ন অভিযান আটকাতে ব্যাপক লাঠিচার্জ করেছিল কলকাতা পুলিশ । লাঠির আঘাতে গুরুতর আহত হন ‘অভয়া’র মা । মাথার একাংশ অনেকটা ফুলে যায় । ভেঙে যায় হাতের শাঁখা । তারপর থেকে কলকাতার একটা বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন । আজ তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান । তবে তার মাথার ফোলাভাব এখনো রয়ে গেছে । আঘাত পান অভয়া’র বাবাও । তবে তার আঘাত তেমন গুরুতর নয় । 

এদিকে গতকাল কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে জানানো হয় যে নবান্ন অভিযানের উদ্যোক্তাদের বিরুদ্ধে একাধিক মামলা রজু করা হয়েছে । পোস্টে লেখা হয়েছে, ‘০৯.০৮.২০২৫ তারিখে কিছু গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদের সময় আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনায় নিম্নলিখিত মামলাগুলি দায়ের করা হয়েছে : মোট ৫টি এফআইআর দায়ের করা হয়েছে (৪টি নিউ মার্কেট থানায়, ১টি হেয়ার স্ট্রিট থানায়) একটি রাজনৈতিক দলের কয়েকজন নেতা/সমর্থকদের বিরুদ্ধে—১)মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে আর.আর. অ্যাভিনিউতে না গিয়ে পার্ক স্ট্রিটের দিকে মিছিল নিয়ে যাওয়ার জন্য  I (হেয়ার স্ট্রিট থানার  কেস  নং ১৭৮, তারিখ ০৯.০৮.২০২৫, ধারা ২৮৫/২২৩/১৮৯(২)/৩(৫) বিএনএস)৷ 

২) অন্য রাজনৈতিক দলের “রাখি” স্টলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য।(নিউ মার্কেট থানার মামলা নং ১৩৭, তারিখ ০৯.০৮.২০২৫, ধারা ৭৯/৩(৫) বিএনএস)। ৩) এক পুলিশ কনস্টেবলকে নির্মমভাবে মারধর করে মাথায় গুরুতর আঘাত করার জন্য। (নিউ মার্কেট থানার মামলা নং ১৩৬, তারিখ ০৯.০৮.২০২৫, ধারা ১২১(২)/১০৯(১)/৩(৫) বিএনএস) । ৪) হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুর করার জন্য। (নিউ মার্কেট থানার মামলা নং ১৩৫, তারিখ ০৯.০৮.২০২৫ ধারা ৩২৯ (৪)/৩২৪ (৪)/৩(৫) বিএনএস)। ৫) এক সংবাদকর্মীর ক্যামেরা নষ্ট ও তাকে জোরপূর্বক আটক রাখার জন্য।  (নিউ মার্কেট থানার মামলা নং ১৩৪, তারিখ ০৯.০৮.২০২৫, ধারা ১২৬(২)/১১৫(২)/৩২৪(৪)/৩২৬(এফ )/৬২/৩০৩(২)/৩(৫) বিএনএস ) । নিউ মার্কেট থানার ২টি আবেদনপত্র আদালতে পেশ করা হয়েছে—একটি এফআইআর দায়েরের জন্য ধারা ২২৪/৩৫১(২)/৩৫২/৩৫৩(১) বিএনএস অনুযায়ী।অন্যটি এফআইআর দায়েরের জন্য ধারা ১৮৯(২)/১৯১(২)/১৯১(৩)/১৯০/১৮৯(৫)/১৯৫/১২৯(২)/১১৫(২)/১১৮(১)/১১৮(২)/১২১(২)/১৩২/২২৩/২৮৫/৩(৫)/৩২৬(এফ )/৬১(২) বিএনএস সহ ধারা 3 পিডিপিপি Act  অনুযায়ী, পুলিশের বিরুদ্ধে কটূক্তি, জনসাধারণের অসুবিধা সৃষ্টি ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে।’ আরও বলা হয়েছে, এখনো কোনো গ্রেফতার হয়নি। ১ জন পুলিশ কর্মী আহত হয়েছে I তদন্ত চলছে ।’ 

পুলিশের ওই পোস্ট ট্যাগ করে শুভেন্দু অধিকারী লিখেছেন, আপনাদের বিরুদ্ধে ও F.I.R. দায়ের হয়েছে। বিজেপি বিধায়ক শ্রী শঙ্কর ঘোষ, বিগত ০৯ আগস্ট ২০২৫ তারিখে কলকাতার পার্ক স্ট্রিট পুলিশ স্টেশনে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন কলকাতা পুলিশের কমিশনার শ্রী মনোজ কুমার বর্মা এবং অন্যান্য পুলিশকর্মীরাদের বিরুদ্ধে।

শান্তিপূর্ণ নবান্ন অভিযানের সময় প্রতিবাদে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা বহন করেছিলেন। প্রথমে জাতীয় পতাকার প্রতি অবজ্ঞা দেখিয়ে কলকাতা পুলিশের কর্তব্যরত পুলিশকর্মীরা সমবেত জনতার হাত থেকে ভারতীয় জাতীয় পতাকা ছিনিয়ে নিয়ে, তার পরে অমর্যাদা দেখিয়ে তা মাটিতে ফেলা হয়, ও চূড়ান্ত অবমাননার নিদর্শন সৃষ্টি করে জাতীয় পতাকা পুলিশকর্মীরা পদদলিত করে।

মনোজ কুমার বর্মার নির্দেশে কলকাতা পুলিশ অমানুষিক আচরণের দৃষ্টান্ত স্থাপন করেছে গত শনিবার। পুরুষ মহিলা নির্বিচারে নির্মমভাবে লাঠিচার্জ ও অতিরিক্ত বলপ্রয়োগ করেছে, শয়ে শয়ে সাধারণ মানুষ আহত হয়েছেন, বাদ যাননি বোন অভয়ার মা বাবা। বোন অভয়ার মায়ের মাথায় লাঠি দিয়ে মারার ফলে, ওনার মাথায় যে ঘা-এর চিহ্ন হয় তা মিডিয়ার দৌলতে সারা বাংলার মানুষ চাক্ষুষ করেছেন। 

এতেও ক্ষান্ত না হয়ে ভারতবর্ষের জাতীয় পতাকা, আমাদের সবার গর্বের তেরঙ্গা পতাকা-কে যেভাবে আপনারা অসম্মান করেছেন, মনে হচ্ছিলো যে কলকাতা পুলিশ নয় তৎকালীন ব্রিটিশ পুলিশ জাতীয় পতাকার অবমাননা করছে !’

তিনি আরও লিখেছেন,’তাই জাতীয় পতাকা কে ভূলুন্ঠিত করে পদদলিত করার অপরাধে, ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়া ২০০২ (Flag Code Of India) লঙ্ঘন করার জন্যে, প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট, ১৯৭১ (The Prevention of Insults to National Honour Act, 1971) এর উপযুক্ত ধারায় আপনাদের বিরুদ্ধে ও অভিযোগ দায়ের হয়েছে।আদালতে দেখা হবে ।’।

আপনাদের বিরুদ্ধে ও F.I.R. দায়ের হয়েছে।

বিজেপি বিধায়ক শ্রী শঙ্কর ঘোষ, বিগত ০৯ আগস্ট ২০২৫ তারিখে কলকাতার পার্ক স্ট্রিট পুলিশ স্টেশনে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন কলকাতা পুলিশের কমিশনার শ্রী মনোজ কুমার বর্মা এবং অন্যান্য পুলিশকর্মীরাদের বিরুদ্ধে।
শান্তিপূর্ণ নবান্ন… https://t.co/tFfdaJ3uAB pic.twitter.com/1Jqgm1Bcs8

— Suvendu Adhikari (@SuvenduWB) August 11, 2025
Previous Post

চার সন্তানের জন্মের পর দীর্ঘদিনের বান্ধবীকে হিরের আঙটি পরিয়ে বাগদান করলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো

Next Post

মুখ্য সচিব মনোজ পন্থকে দিল্লিতে জরুরি তলব, তাহলে কি তৃণমূলের বলির পাঁঠা হয়ে গেলেন ?

Next Post
মুখ্য সচিব মনোজ পন্থকে দিল্লিতে জরুরি তলব, তাহলে কি তৃণমূলের বলির পাঁঠা হয়ে গেলেন ?

মুখ্য সচিব মনোজ পন্থকে দিল্লিতে জরুরি তলব, তাহলে কি তৃণমূলের বলির পাঁঠা হয়ে গেলেন ?

No Result
View All Result

Recent Posts

  • ভারতের এই রাজ্যে পাওয়া গেছে ২০০০০০ কেজি সোনার সন্ধান!
  • মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২২শে আগস্ট রাশিয়া ও ইউক্রেনের সাথে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের প্রস্তাব করেছেন
  • সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে সম্পূর্ণ নিকেশ না করে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি “অন্তহীন যুদ্ধ” ডেকে আনবে : বেঞ্জামিন নেতানিয়াহু
  • ক্যানেল শুকনো, পাশেই জলাভাবে ধান জমিতে ফাটল,সম্ভাব্য বিপুল ক্ষতির আশঙ্কায় শাসকদলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ভাতারের কৃষকরা
  • বিজেপি নেতানেত্রীকে খুনের হুমকি দেওয়া ও ‘কুত্তা’ বলা ফিরহাদ ঘনিষ্ঠ কাউন্সিলর আনোয়ার খানের ‘ডুগডুগি বাজিয়ে দেওয়া’র পালটা হুমকি দিলেন শুভেন্দু অধিকারী
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.