এইদিন স্পোর্টস নিউজ,১২ আগস্ট : চার সন্তানের জন্মের পর দীর্ঘদিনের বান্ধবী জর্জিনার সাথে বাগদান করলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো । এই জুটি সোশ্যাল মিডিয়ায় তার বাগদানের আংটিটি শেয়ার করেছেন । জর্জিনা ক্যাপশনে লিখেছেন, “হ্যাঁ,এতেই আমি এবং আমার আমার ।” উল্লেখ্য,দীর্ঘদিন ধরে লিভ টুগেদার করছেন রোনালদো-জর্জিনা৷ তাদের চারটি সন্তান রয়েছে। জর্জিনা প্রায়ই ইনস্টাগ্রামে নিজের,সন্তানদের পিতা রোনালদোর ছবি শেয়ার করেন।
এদিকে বান্ধবীকে পরানো রোনালদোর বাগদানের আংটিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গেছে ।আংটিটি ৫ সেন্টিমিটারেরও বেশি লম্বা এবং দুটি ছোট পাথর দিয়ে ঘেরা একটি বিশিষ্ট ডিম্বাকৃতি কেন্দ্র হীরা রয়েছে। অনেকেই এর দাম গণনা শুরু করে দিয়েছে ।
ব্রায়নি রেমন্ডের মতে, মূল ডিম্বাকৃতি হীরাটি ২৫-৩০ ক্যারেটের মধ্যে হতে পারে, কিছু গয়না বিশেষজ্ঞের অনুমান এটি কমপক্ষে ১৫ ক্যারেটের হতে পারে। জুয়েলারি ফ্র্যাঙ্ক ডার্লিংয়ের প্রতিষ্ঠাতা কেগান ফিশারের মতে, দুই পাশের হীরাটি আনুমানিক ১ ক্যারেটের বলে মনে হচ্ছে। হীরাটির মান এবং আকার দেখে বোঝা যাচ্ছে এটি একেবারেই প্রিমিয়াম, যার আনুমানিক মূল্য ২-৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৬.৮ কোটি টাকা থেকে ৪২ কোটি টাকা)। লরেল ডায়মন্ডসের লরা টেলর আংটির সর্বনিম্ন মূল্য ২০ মিলিয়ন মার্কিন ডলার অনুমান করেছেন, তবে রেয়ার ক্যারেটের সিইও অজয় আনন্দ আংটির মূল্য ৫ মিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করেছেন।।