এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২৭ আগস্ট : বালি বোঝাই লরি উলটে বালি চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের । শুক্রবার ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার লোকপুর থানার নওপাড়া এলাকায় । পুলিশ জানায় মৃতের নাম উজ্জল মন্ডল । তাঁর বাড়ি কাখড়তলা থানার শিরা গ্রামে । পুলিশ লরিটিকে আটক করেছে ৷ তবে চালক পলাতক।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন খয়রাশোল ব্লকের অজয় নদের বালিঘাট থেকে বালি বোঝাই করে আসছিল ওই লরিটি । কিন্তু নওপাড়ায় সিউড়ী বাবুইজোড় সড়ক পথের উপর পাকা সেতুর পাশে অস্থায়ী রাস্তা দিয়ে যাওয়ার সময় লরিটি আচমকা উলটে পড়ে ৷ সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন উজ্জল মন্ডল নামে ওই যুবক । তিনি লরির বালি চাপা পড়ে যান । দমবন্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । এদিকে বেগতিক বুঝে লরি ফেলে চম্পট দেয় চালক । পরে খবর পেয়ে লোকপুর থানার পুলিশ গিয়ে যুবকের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ী সদর হাসপাতালে পাঠায় ।
উল্লেখ্য, প্রায় একবছর আগে এই নওপাড়ায় সিউড়ী বাবুইজোড় সড়ক পথের উপর পাকা সেতুটি ভারি যানচলাচলের জন্য ভেঙে গিয়েছিল । তখন পুর্তদপ্তর সেতুটি বিপজ্জনক ঘোষনা করে সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয় । তারপর ওই সেতুর পাশেই মোরাম বোল্ডার দিয়ে অস্থায়ী ভাবে রাস্তা তৈরি করা হয় । আর এদিন এই অস্থায়ী রাস্তা দিয়ে যেতে গিয়ে বালিভর্তি লরি উল্টে এক তরতাজা প্রান চলে গেল ।স্থানীয়দের দাবী, অবিলম্বে ভগ্নসেতুটি মেরামতির ব্যাবস্থা করুক পুর্তদপ্তর ।।