এইদিন ওয়েবডেস্ক,মন্টানা,১২ আগস্ট : আমেরিকায় ফের বিমান দুর্ঘটনা ঘটেছে । এবারে অবতরণের সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ছোট বিমানে ধাক্কা দিলে অবতরণকারী বিমানটিতে বিস্ফোরণ ঘটে । ঘটনাটি ঘটেছে সোমবার আমেরিকার মন্টানার একটি বিমানবন্দরে । বিস্ফোরণের পর অবতরণকারী বিমানটিতে আগুন ধরে যায় ৷ কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা বিমানবন্দর এলাকা । তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে কেউ কর্তৃপক্ষ জানিয়েছে ৷
জানা গেছে,সোমবার দুপুরে চারজনকে বহনকারী একক ইঞ্জিনের বিমানটি ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল । সেই সময় বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল একটি ছোট বিমান । অবতরণের চেষ্টাকারী বিমানটি সেটিকে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় । ক্যালিস্পেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটিতে আগুন লাগার সাথে সাথে আশপাশের আরও কয়েকটি বিমানে আগুন ছড়িয়ে পড়ে । পাশাপাশি পাশের তৃণভূমিতেও আগুন লেগে যায় । জর্ডান ভেনেজিও বলেন, দুই যাত্রী সামান্য আহত হয়েছেন এবং বিমানবন্দরে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। প্রসঙ্গত,ছোট, নগর -মালিকানাধীন বিমানবন্দরটি উত্তর-পশ্চিম মন্টানার প্রায় ৩০,০০০ জনসংখ্যার শহর ক্যালিস্পেলের ঠিক দক্ষিণে অবস্থিত।।