এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১০ আগস্ট : ২২শে এপ্রিল কাশ্মীরে পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর অপারেশন সিঁদূর শুরু করে ভারত। সেই সময় পাকিস্তান ও ভারত একে অপরের বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। একারনে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষকে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে । আর সেই ক্ষতির পরিমান হল ৪.১ বিলিয়ন টাকা ।
গত ৭ মে, যখন ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করে দেয় । তাতে নিকেশ হয় শতাধিক কুখ্যাত সন্ত্রাসবাদী ৷ দিনের সামরিক সংঘর্ষের পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার পর আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয় । পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী,
শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ভারতীয় নিবন্ধিত বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার ফলে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের (পিএএ) ৪.১ বিলিয়ন টাকা ক্ষতি হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রাজস্বের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। তবে পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থা এবং বিমান ছাড়া সকলের জন্য উন্মুক্ত। তারপরেও এই বিপুল পরিমান ক্ষতির মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে ।।

