এইদিন স্পোর্টস নিউজ,০৯ আগস্ট : ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ড্রতে শেষ হয়েছে । এদিকে ভারতীয় পেসার আকাশ দীপ এখন তার নতুন গাড়ি কিনে সংবাদের শিরোনামে । তিনি ইনস্টাগ্রামে তার পরিবারের সাথে নতুন গাড়িটি নিয়ে একটি ছবি শেয়ার করে লিখেছেন,’স্বপ্ন সত্যি হয়েছে। পরিবারের সদস্যদের উপস্থিতিতে গাড়ির চাবি পেয়েছি ।’ আকাশ দীপের পোস্টটি ভাইরাল হচ্ছে, অনেকেই তার মঙ্গল কামনা করছেন, যার মধ্যে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্য কুমার যাদবও রয়েছেন।
যেটা জানা গেছে যে আকাশ দীপ একটি কালো টয়োটা ফরচুনার গাড়ি কিনেছেন । এই গাড়ির দাম ৬২ লক্ষ টাকা। উল্লেখ্য,ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আকাশদীপ। তিন ম্যাচে ১৩ উইকেট নেওয়া আকাশদীপ ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে তার প্রথম অর্ধশতক করে সবার নজর কেড়েছিলেন।।