এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ আগস্ট : জাতীয় রাজধানী শহর দিল্লিতে ভারী বৃষ্টিপাতের সময় দেওয়াল ধসে দুই শিশুসহ মুসলিম পরিবারের ৮ জন সদস্যের মৃত্যু হয়েছে । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শাবিবুল (৩০), রবিবুল (৩০), মুথু আলী (৪৫), রুবিনা (২৫), ডালি (২৫), হাসিবুল এবং তাদের সন্তান রুখসানা (৬) এবং হাসিনা (৭)। দুর্ঘটনাটি ঘটেছে দিল্লি শহরের জৈতপুরের হরি নগর এলাকায় পুরাতন মন্দিরের কাছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে।আরও বিপর্যয় এড়াতে কর্তৃপক্ষ আশ্রয়কেন্দ্র থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে।
জানা গেছে, দিল্লি শহরের জৈতপুরের হরি নগর এলাকায় মন্দিরের কাছে বেশ কিছু মানুষ আশ্রয়কেন্দ্র বসবাস করে। তারা ভাঙাচোরা সামগ্রী কেনাবেচার ব্যবসা করে । তাদের আশ্রয়কেন্দ্রগুলির ঠিক পাশেই ছিল ওই দেওয়ালটি । শুক্রবার রাতভর একটানা বৃষ্টিপাত চলার সময় দেওয়ালটি হঠাৎ ভেঙে পড়ে । সেই সময় সকলে ঘুমে আচ্ছন্ন ছিল । পরিবারটির সকল সদস্য তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে । উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের সফদরজং হাসপাতাল এবং এইমস-এ নিয়ে যায়। কিন্তু চিকিৎসার সময় তাদের সকলের মৃত্যু হয় বলে জানান সিনিয়র পুলিশ অফিসার ঐশ্বর্য শর্মা।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দিল্লির সফদরজং-এ ৭৮.৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেখানে প্রগতি ময়দানে ১০০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে । এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে দিল্লির অনেক জায়গায় ব্যাপক জল জমেছে, আন্ডারপাসে জল জমায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।ভারত আবহাওয়া বিভাগ (আইএমডি) শনিবারও দিল্লিতে লাল সতর্কতা জারি করেছে।।