এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ আগস্ট : গত বছর আজকের দিনের রাতে কলকাতার আরজি কর হাসপাতালের সেমিনার হলে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল চিকিৎসক ছাত্রী অভয়াকে । আজ তার একবছর পূর্তি হল । আগামীকাল শনিবার ৯ আগস্ট, নবান্ন অভিযানের ডাক দিয়েছেন ‘ অভয়া’র বাবা-মা । সেই অভিযানে দলীয় পতাকা ছাড়া যোগ দেবেন বিজেপি কর্মী সমর্থকরাও। থাকবেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এদিকে নবান্ন অভিযানে যোগ দিতে আসা ব্যক্তিদের সহায়তার জন্য সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন এলাকায় ‘সনাতন প্রহরী’র স্বেচ্ছাসেবকদের ক্যাম্প তৈরীতে কলকাতা পুলিশ বাধা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড বেধে যায় । শুভেন্দু অধিকারী ছুটে এসে রেলপুলিশের কর্তাদের ডেকে কলকাতা পুলিশকে স্টেশন চত্বর থেকে কলকাতা পুলিশকে তাড়িয়ে দেওয়ার আহ্বান জানান । শেষে শুভেন্দুর রুদ্র রূপ দেখে পিছু হটে রাজ্য পুলিশ ।
শুভেন্দু অধিকারী বলেন,’চারজন কলকাতা পুলিশের আইপিএস বিশাল পুলিশবাহিনী এসে রেলের জায়গায় স্বেচ্ছাসেবকদের ক্যাম্প তৈরীতে বাধা দিচ্ছিল। এটা মমতা ব্যানার্জির জায়গা নয়,ভারত সরকারের জায়গা । রাজ্য পুলিশের কোনো এক্তিয়ার নেই ক্যাম্প তৈরীতে বাধা দেওয়ার ।’ তিনি বলেন,’আগামী কালও যদি পুলিশ এভাবে নবান্ন অভিযানে হামলা চালায় তাহলে ৭২ ঘন্টা বাংলা স্বব্ধ করে দেওয়া হবে ।’ তিনি আরও বলেছেন,’আমি চাইছি মমতা ব্যানার্জি নবান্নে আসেন। রাত্রি ১০ টা অব্দি ওনাকে নবান্নে বসিয়ে রেখে দেওয়া হবে৷’ তিনি জানিয়েছেন,আগামীকাল জলপ্লাবন দেখবে কলকাতা । ইতিমধ্যে ৮০০০ জন কলকাতায় এসে গেছেন । তাদের মধ্যে ১০০০ জন সাধুসন্ত বিভিন্ন মন্দিরে চারিয়ে আছেন,এলাকার মহিলারা তাদের রুটি ও গুড় সরবরাহ করছে । শুভেন্দু অধিকারী বলেন, ‘আগামী কাল আমাদের একটাই দাবি হবে, অভয়ার ধর্ষণ-খুনের প্রধান অভিযুক্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ । “দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ”….এটাই হবে আমাদের একমাত্র শ্লোগান।’
এদিকে আরজি কর ধর্ষণ-খুন কান্ডে ন্যায় বিচারের দাবিতে ফের নেমে আন্দোলনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (WBJDF)। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয় জুনিয়র ডাক্তারদের মশাল মিছিল। মিছিল শেষ হয় শ্যামবাজারে। সেখানে রাতভর অবস্থান কর্মসূচি রয়েছে। যেই কর্মসূচিতে অংশ নিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এরপর সকালে রয়েছে রাখিবন্ধন কর্মসূচি।
গত বছর ৮ অগাস্ট রাতে কলকাতার আরজি কর হাসপাতালের সেমিনার হলে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল চিকিৎসক ছাত্রীকে। সেই ঘটনার পর ১ বছর পার হয়ে গেছে। অথচ রাজ্য পুলিশ থেকে সিবিআই, এই ঘটনার পেছনে একমাত্র দোষী হিসেবে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই গ্রেপ্তার করে। বিচারের পর আমৃত্যু কারাদণ্ডের সাজা হয় সঞ্জয়ের। কিন্তু অভয়ার পরিবার সহ চিকিৎসকদের একটা বড় অংশের দাবি, এই ঘটনার পেছনে একাধিক ষড়যন্ত্রকারী রয়েছে। অভিযোগ, সেই ষড়যন্ত্রকারীরা এখনও অধরা। ফলে অভয়া বিচার পায়নি বলেই মত নাগরিক সমাজের একটা বড় অংশের।।

