এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ আগস্ট : শুল্ক হামলার পর এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক তলানিতে ৷ ভারতীয় পণ্যের উপর ৫০% শুল্ক চাপানোর পর পালটা মার্কিন অস্ত্র কেনার চুক্তি বাতিল করেছে ভারত,এমটাই জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স । এদিকে আজ রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ একটা তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন । প্রধানমন্ত্রী লিখেছেন,’আমার বন্ধু রাষ্ট্রপতি পুতিনের সাথে খুব ভালো এবং বিস্তারিত আলোচনা হয়েছে। ইউক্রেন সম্পর্কিত সর্বশেষ উন্নয়ন ভাগ করে নেওয়ার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের দ্বিপাক্ষিক কর্মসূচীর অগ্রগতি পর্যালোচনা করেছি এবং ভারত-রাশিয়ার বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। আমি এই বছরের শেষের দিকে ভারতে রাষ্ট্রপতি পুতিনকে আতিথ্য দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ অনেকে মনে করছেন যে এই টুইটের মাধ্যমে ট্রাম্পের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করলেন মোদী ।
মোদীকে যে শুল্ক হামলার ভয় দেখিয়ে ট্রাম্প জিজের কাজ হাসিল করতে পারবে না,এই কথাটাই বলেছেন মার্কিন কূটনীতিক এবং ব্যবসায়ী কার্ট ক্যাম্পবেল । তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন,’ট্রাম্প, আপনি যদি ভারতকে বলেন যে রাশিয়ার সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে, তাহলে ভারতীয় কৌশলবিদরা ঠিক বিপরীত কাজটাই করবেন ।’ আর বাস্তবিক হচ্ছেও তাই । এমতাবস্থায় জিও পলিটিক্স কোন দিকে মোড় নেয় সেটাই দেখার ।।

