এইদিন স্পোর্টস নিউজ,০৭ আগস্ট : নিউজিল্যান্ডের হেনরি ও ফোকস মিলে ধ্বংস করে দিলেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ । আজ বৃহস্পতিবার বুলাওয়ায়োতে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংস ১২৫ রানে গুটিয়ে দেয় কিউইরা। পরে ব্যাটিংয়ে নেমে তারা ১ উইকেটে ১৭৪ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে । ৪৯ রানে এগিয়ে মিচেল স্যান্টনারের দল । কনওয়ে ৯ চারে ৭৯ রানে খেলছেন। তার সঙ্গে অপরাজিত আছেন নাইটওয়াচম্যান হিসেবে নামা টেস্টে অভিষেক হওয়া জ্যাকব ডাফি (২ চারে ৮)। ১১ চারে ৭৪ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন উইল ইয়াং।
জিম্বাবুয়ের বিপক্ষে আগের টেস্টের মতো এবারও প্রথম ইনিংসে পাঁচ উইকেটের নিয়েছেন হেনরি।ষষ্ঠবারের মতো এই কীর্তি গড়লেন তিনি । অন্যদিকে ফোকস ৩৮ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট । ন্যাথান স্মিথ ও উইল ও’রোক চোটে ছিটকে পড়ায় এবং মাইকেল ব্রেসওয়েল দা হান্ড্রেড খেলতে যাওয়ায় একাদশে তিন পরিবর্তন আনতে হয়ে নিউ জিল্যান্ডের। ফোকস ও ডাফির সঙ্গে অভিষেক হয় ম্যাট ফিশারের। প্রতিপক্ষের শেষ উইকেটটি পান এই পেসার।জিম্বাবুয়ের টাফাডজোয়া সিগার ৪টি চারে ৩৩ রান নিয়ে অপরাজিত থাকেন । ইয়াং ৮১ বলে ৯টি চারে ৪৯ বলে পঞ্চাশ স্পর্শ করেন ।।