এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),০৭ আগস্ট : মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের শিরিষতলা এলাকা থেকে একটি মারুতি সুইফট গাড়ি অভিনব কায়দায় চুরি করে চম্পট দেয় ৪ দুষ্কৃতী । সেই চুরির ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই কিনারা করল গুসকরা ফাঁড়ির পুলিশ । গাড়ি উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় জড়িত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতরা হল, ভাতার থানা এলাকার বাসিন্দা সাবির মল্লিক ও আরামবাগ এলাকায় আক্কাশ আলী । ধৃতদের জেরা করে এই চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
জানা গেছে, চুরি যাওয়া মারুতি সুইফট গাড়িটির মালিক মঙ্গলকোট থানার মাহাত্মপুরের বাসিন্দা শেখ মনিরুল নামে এক ব্যক্তি । তিন বন্ধুর সাথে গতকাল সন্ধ্যায় তিনি গুসকরার শিরিষতলা এলাকায় একটি ব্যাঙ্কে এসেছিলেন । বন্ধুদের গাড়ির কাছে দাঁড়াতে বলে ব্যাঙ্কের ভিতরে চলে যান মনিরুল । সেই সময় অভিনব কায়দায় সকলের সামনে থেকে গাড়িটি চুরি করে নিয়ে পালায় চার দুষ্কৃতি ।
ঘটনার বিবরণে জানা গেছে, শেখ মনিরুলের তিন বন্ধু যখন গাড়ির কাছে দাঁড়িয়ে ছিল সেই সময় অন্য একটি গাড়িতে চড়ে সেখানে আসে চারজন যুবক । তারা নিজেদের গাড়ির ঋণ প্রদানকারী সংস্থার কর্মী বলে পরিচয় দেয়। এরপর গাড়ির ঋণের কিস্তি বকেয়ার কথা বলে মনিরুলের গাড়িটি নিয়ে তারা চম্পট দেয়।
মনিরুল ব্যাংকের কাজ সেরে বাইরে বেরিয়ে এসে দেখেন তার গাড়ি নেই । তখন বন্ধুরা ঘটনার কথা সব খুলে বলে । গাড়িটি অভিনব কায়দায় চুরি করা হয়েছে জানতে পেরে মনিরুল তৎক্ষনাৎ গুসকরা ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হন ।
জানা গেছে, অভিযোগ পাওয়ার পরেই কালবিলম্ব না করে ঘটনার তদন্তে নেমে পড়ে পুলিশ । ব্যাংকের সামনে লাগানো সিসিটিভি ফুটেজে পুলিশ দুষ্কৃতীদের চড়ে আসা আরটিকা গাড়িকে চিহ্নিত করে । ওই গাড়ির নম্বরের সুত্র ধরে পুলিশ তার মালিকের হদিশ পেয়ে যায় । পুলিশ জানতে পারে যে ওই আরটিকা গাড়ির মালিক ব্যান্ডেলের বাসিন্দা এক ব্যক্তি । দুষ্কৃতীরা তার কাছ থেকে গাড়িটি ভাড়া নিয়েছিল । এরপর আজ বৃহস্পতিবার বিকালে গুসকরা ফাঁড়ির পুলিশের একটা দল ব্যান্ডেলে হানা দেয় । সেখানে একটি বাড়াবাড়ি থেকে পুলিশ সাবির মল্লিক ও আক্কাশ আলীকে পাকড়াও করে । ব্যারাকপুর কমিশনারেটের অধীনস্থ বাসুদেবপুর এলাকায় একটি প্রেট্রোল পাম্পের কাছ থেকে ধৃতদের দেখানো জায়গা থেকে চুরি যাওয়া গাড়িটিকে উদ্ধার করা হয়। আগামীকাল ধৃতদেরকে বর্ধমান আদালতে তোলা হবে। এই চক্রে যুক্ত বাকি দুই দুষ্কৃতীর সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে ।।