এইদিন ওয়েবডেস্ক,বেলগাঁও,০৭ আগস্ট : কর্ণাটকের বেলগাঁও জেলার ইয়ারাগাতি শহরের একটি মসজিদে পাঁচ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছিল ২০২৩ সালের অক্টোবর মাসে ৷ ধর্ষণকারী ওই মসজিদেরই ইমাম তুফেলাহমাদ দাদাপিয়ার নাগরচি (২২) । তার এক প্রকার ন্যাক্কারজনক কর্মকাণ্ড মসজিদে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় । কিন্তু মসজিদ কর্তৃপক্ষ তখন বিষয়টি ধামাচাপা দিয়ে দেয়৷ কিন্তু মসজিদের কেউ সেই ভিডিও বেলগাঁওয়ের হিন্দু কর্মী পুনীত কেরেহাল্লিকে দেন । পুনীত ভিডিওটি বেলগাঁও পুলিশের নজরে আনলে অবশেষে ঘটনার পর প্রায় এক বছরের মাথায় গুনধর ইমাম গ্রেপ্তার হয়েছে ।
বুধবার অভিযুক্ত ইমামের ছবি পোস্ট করে পুনীত কেরেহাল্লি এক্স-এ লিখেছেন,’আমাদের নিরন্তর সংগ্রামের জয় দুই বছর পর, মেয়েটি এবং তার পরিবার ন্যায়বিচার পেয়েছে! বেলাগাভি পুলিশকে, বিশেষ করে বেলাগাভির এসপিকে অনেক ধন্যবাদ, যিনি মসজিদে নাবালিকা মেয়েকে ধর্ষণকারী মাওলানাকে গ্রেপ্তার করেছেন।’
বেলগাঁওয়ের এসপি ভীমাশঙ্কর গুলেদ বলেছেন, বেলগাঁওয়ের এসপি ভীমাশঙ্কর গুলেদ বলেছেন, পুনীত কেরেহাল্লি টুইটারে ঘটনাটি প্রকাশ করার পরপরই পুলিশ কর্মকর্তারা ব্যবস্থা নেন। পুলিশ মেয়েটির বাবা-মায়ের সাথে সাক্ষাৎ করেছে, যারা ঘটনাটি সম্পর্কে জেনেও পুলিশের সাথে যোগাযোগ করেনি।’ তিনি আরও বলেছেন, পুলিশ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে এবং মুধোল তালুকের মহালিঙ্গপুরা শহরে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ।’ পুলিশ টুইটারে পোস্ট করা ভিডিও ক্লিপটি মামলায় প্রমাণ হিসেবে ব্যবহার করবে বলেও তিনি জানান ।।

