এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৬ আগস্ট : বুধবার হোয়াইট হাউস জানিয়েছে,মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এর আগে জুলাইয়ের গোড়ার দিকে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল । এর ফলে মোট শুল্কের বোঝা ৫০ শতাংশে পৌঁছেছে। ট্রাম্প ভারতকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সমর্থন করার অভিযোগ করেছেন।ট্রাম্প প্রশাসন সূত্রে জানা গেছে নতুন এই শুল্ক কার্যকর হবে ২১ দিন পর অর্থাৎ ২৭ আগস্ট থেকে। এদিকে অতিরিক্ত শুল্ক আরোপের মার্কিন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে ভারত এই পদক্ষেপকে ‘অন্যায্য, অন্যায্য এবং অসামঞ্জস্যপূর্ণ’ বলে অভিহিত করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্য করে এই কাজ করছে যুক্তরাষ্ট্র । আমরা ইতিমধ্যেই আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।’
তিনি আরও বলেছেন, ‘আমাদের জ্বালানি আমাদের বাজারের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ১৪০ কোটি ভারতীয় নাগরিকের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়। মার্কিন পদক্ষেপকে “গভীরভাবে দুঃখজনক” বলে বর্ণনা করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, যে আরও বেশ কয়েকটি দেশ তাদের নিজ নিজ জাতীয় স্বার্থ অনুসারে রাশিয়ান তেল আমদানি করে চলেছে। সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে আলাদা করে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া বৈষম্যমূলক। দৃঢ়ভাবে বিবৃতিতে আরও জানানো হয়েছে যে সরকার ‘দেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ” নেবে।।