এইদিন বিনোদন ডেস্ক,০৬ আগস্ট : ‘পরিচালকের সাথে বিছানায় যেতে অস্বীকার করায় অনেক প্রকল্প হারাতে হয়েছে’ বলে জানালেন প্রাক্তন পর্ন তারকা নার্গিস ফাখরি । মার্কিন বংশভূত বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি পর্নস্টার ব্রিটানি দে লা মোরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই খোলসা করেন নার্গিস । তিনি বলেন,’আমি খ্যাতির জন্য ক্ষুধার্ত নই । আমি সবসময় জানতাম আমি কীসের জন্য ক্ষুধার্ত । তাই খ্যাতির জন্য আমি সব কিছু করতে রাজি হতে পারি না। আমি নগ্ন থাকতে পারি না বা পরিচালকের সাথে বিছানায় যেতে পারিনা । যেকারণে বহু প্রকল্প আমার হাতছাড়া হয়েছে।’
তিনি বলেন,’অনেক প্রকল্প হারিয়ে খুব খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু এই বলে মনকে বুঝিয়েছিলাম যে কেবল তারাই জেতে যারা নিজের মূল্যবোধ বজায় রাখে । আমার কাছে আমার নৈতিক মূল্যবোধের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নয় । আমি সবসময় নিজের প্রতি সৎ এবং কাউকে কোনও কিছুর জন্য রাজি করানোর প্রয়োজন নেই আমার ।’ তিনি জানান,প্রচুর পারিশ্রমিকের দেওয়ার কথা বলে প্রস্তাব দিয়ে ‘প্লেবয় ম্যাগাজিন’-এর মডেলিংয়ের প্রস্তাবও পেয়েছিলেন তিনি । কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারন এজেন্টরা নগ্ন শুটিং করার জন্য মেয়েদের খুঁজছিল, যা তিনি করতে আগ্রহী ছিলেন না ।
কাজের নিরিখে, ইমতিয়াজ আলীর ‘রকস্টার’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন নার্গিস ফাখরি । তার বিপরীতে ছিলেন রণবীর কাপুর । এছাড়াও তিনি ‘মাদ্রাজ ক্যাফে’, ‘কিক’, ‘হাউসফুল ৩’, ‘তোরবাজ’ সহ আরও অনেক ছবিতে কাজ করেছেন । তবে বর্তমানে তিনি বলিউডের জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন । প্রেমিক জাস্টিন সান্তোসের সাথে সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি ।।