এইদিন বিনোদন ডেস্ক,০৬ আগস্ট : দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের বহু প্রতীক্ষিত ছবি “কুলি”র ট্রেলার প্রকাশ হয়েছে । আর প্রকাশের পরই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ দক্ষিণের আলোচিত নির্মাতাদের অন্যতম লোকেশ কঙ্গরাজের এই ছবির কাহিনী আবর্তিত হয়েছে একজন কুলির অতীত আর বর্তমানের টানাপোড়েন নিয়ে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রজনীকান্ত। এছাড়া অভিনয় করেছেন নাগার্জুনা, উপেন্দ্র, সত্যরাজ ও শ্রুতি হাসানসহ আরো অনেকে ।
ট্রেলারের ভিডিও শুরু হয় মনোলগ দিয়ে। ‘কারও জন্ম হলে, তার মৃত্যুও তখনই লেখা হয়ে যায় হাতের রেখায়’- এখান থেকেই তৈরি হয় গল্পের রহস্যের আবহ। এরপর একের পর এক চরিত্রের আগমন ঘটতে থাকে । ট্রেলারে এক চরিত্র বলেন, ১৪ হাজার কুলির মাঝে একজন নির্দিষ্ট কুলিকে খুঁজছেন তিনি। এর পর আবির্ভূত হন রজনীকান্ত। যিনি একজন প্রাক্তন সোনা পাচারকারী, নিজের হারানো গৌরব ফিরে পেতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা বাজেটের এই ছবিটি আগামী ১৪ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ।।