এইদিন ওয়েবডেস্ক,মিরাট,০৬ আগস্ট : উত্তর প্রদেশের মিরাটে এক “লাভ জিহাদির” চাঞ্চল্যকর কীর্তি উন্মোচন হয়েছে ৷ মহম্মদ ইরশাদ নামে এক মুসলিম যুবক হিন্দু নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে একের পর এক হিন্দু মেয়েকে প্রেমের জালে ফাঁসানোর খবর পাওয়া গেছে । প্রথমে সে “রাহুল” নামে ভুয়ো ইনস্টাগ্রাম আইডি তৈরি করে এক হিন্দু তরুনীকে প্রেমের ফাঁদে ফেলে । তাকে বিয়েও করে । এখন “প্রেম” নামে আরও একটি ভুয়ো ইনস্টাগ্রাম আইডির মাধ্যমে দিল্লির এক হিন্দু ছাত্রীকে ফাঁদে ফেলার চেষ্টা করছে বলে জানা গেছে ।
মিরাটের ওই হিন্দু তরুনী জানান, রাহুল ভাটির নামে একটি ইনস্টাগ্রাম আইডি তৈরি করে তার সাথে বন্ধুত্ব করেছিল মহম্মদ ইরশাদ । তাকে প্রেমের জালে ফাঁসায় । কিছুক্ষণ পর সে ইরশাদের আসল পরিচয় জানতে পারে। তা সত্ত্বেও,সে বছর খানেক আগে ইরশাদকে বিয়ে করে । তরুনীর অভিযোগ,তাকে জোর করে নামাজ পড়তে বাধ্য করা হয়। সোশ্যাল মিডিয়ায় একটি হিন্দু পোস্ট শেয়ার করলে, ইরশাদ তাকে মারধর করে । এখন ইরশাদ আরেক হিন্দু মেয়ের পিছনে লেগে আছে ।
তরুনীর কথায়,গত সোমবার (০৪ আগস্ট ২০২৫), তিনি ইরশাদের সাথে মুসৌরিতে বেড়াতে এসে ফিরছিলেন । মুজাফফরনগর যাওয়ার পথে ইরশাদ তার কাছে গাড়ির কিস্তি পরিশোধের জন্য ১৩ হাজার টাকা চেয়েছিল। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে সে তাকে রাস্তায় বেধড়ক মারধর করে এবং গাড়ি নিয়ে পালিয়ে যায় । জানা গেছে, মুসলিম স্বামীর দ্বারা প্রতারিত হয়ে ওই তরুনী স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের দ্বারস্থ হয় । এরপর হিন্দু সংগঠনের কর্মীরা মহিলাকে সাহায্য করে এবং তাকে থানায় নিয়ে আসে। পুলিশ মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
এদিকে জানা গেছে যে এখন ইরশাদ “প্রেম” নামে একটি নতুন ভুয়ো ইনস্টাগ্রাম আইডি তৈরি করেছে এবং দিল্লির BALLB-এর এক হিন্দু ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেছে। ইরশাদ এখন মিরাটের মেয়েটিকে ছেড়ে দিতে চায়, তাই সে তাকে প্রতিদিন তাকে হয়রানি করে। সে তাকে হিন্দু রীতিনীতি অনুসরণ এবং দেব-দেবীর পূজা করতেও বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে লাভ জিহাদে ফাঁসা মিরাটের ওই তরুনী ।।