এইদিন বিনোদন ডেস্ক,০৫ আগস্ট : মাত্র ৩৪ বছর বয়সে প্রয়াত হলেন কন্নড় অভিনেতা সন্তোষ বলরাজ । বেশ কিছুদিন ধরে জন্ডিসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন তিনি । হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই তরুন অভিনেতা ৷ কিন্তু তিনি কোমায় চলে যান ৷ অবশেষে আজ মঙ্গলবার তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । সন্তোষ বলরাজ ছিলেন জনপ্রিয় কন্নড় প্রযোজক আনেকাল বলরাজের ছেলে ।
সন্তোষ বলরাজ অনেক কন্নড় ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার বাবা অনেককাল বলরাজ ‘করিয়া’ ছবিটি প্রযোজনা করেছিলেন। চ্যালেঞ্জিং স্টার দর্শন অভিনীত এই ছবিটি পরিচালনা করেছিলেন যোগী প্রেম। এই ছবিটি সুপারহিট হয়েছিল। কন্নড় ভাষায় কয়েকটি ছবি প্রযোজনার পর, তিনি তার ছেলে সন্তোষ বলরাজকে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটান ।
সন্তোষ বলরাজ ‘কেম্পা’, ‘গণপা’, ‘বার্কলে’ এবং ‘কারিয়া ২’-এর মতো কন্নড় ছবিতে অভিনয় করেছেন। ‘গণপা’ এবং ‘কারিয়া ২’ ছোটখাটো হিট ছিল। সন্তোষ তার নিজের ব্যানারের বেশিরভাগ ছবিতেই অভিনয় করতেন। কয়েক বছর আগে, সন্তোষ বলরাজের বাবা, প্রযোজক, আনেকাল বলরাজ, এক দুর্ঘটনায় মারা যান। এরপর, সন্তোষ বলরাজ কিছুদিনের জন্য চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। তবে, তিনি ফিরে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করছিলেন। কিন্তু যৌবনের মধ্য গগনেই রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এই অভিনেতা ।।