এইদিন ওয়েবডেস্ক,উত্তর প্রদেশ,০৪ আগস্ট : পশ্চিমবঙ্গে থেকে উত্তর প্রদেশের শামলিতে গিয়ে রীতিমতো হিন্দু পুরোহিত বনে গিয়েছিল ইমামুদ্দিন আনসারি (Imamuddin Ansari) । শামলির মান্তি হাসানপুর গ্রামের একটি শনি মন্দিরে মহাত্মা সেজে দীর্ঘ ১৫ বছর ধরে লোক ঠকানোর ধান্দা শুরু করেছিল ওই প্রতারক । নিজের নাম রেখেছিল বাবা বাঙালি ওরফে বালকনাথ । শামলিতে যাওয়ার আগেই ওই প্রতারক পশ্চিমবঙ্গ থেকে একটি জাল আধার কার্ড তৈরি করেছিল, যাতে তার নাম ছিল বাঙালি নাথ এবং ঠিকানা ছিল সাহারানপুর । অবশেষে পশ্চিমবঙ্গের ওই মুসলিমকে গ্রেপ্তার করেছে ইউপি পুলিশ । তার কাছ থেকে তিনটি ভুয়া আধার কার্ড এবং একটি ভুয়া প্যান কার্ডও উদ্ধার করা হয়েছে ।
খবর অনুসারে, ইমামুদ্দিন আনসারি মন্দিরের জন্য গ্রামের প্রধানের কাছ থেকে জমি নিয়েছিল এবং দান সংগ্রহ করেছিল । এভাবে সে শনি মন্দিরটি তৈরি করেছিল,যেটা সে নিজের আস্তানা করেছিল ।
কিভাবে ধরা পড়ল প্রতারণা ?
জানা গেছে, ইমামুদ্দিনের ঘন ঘন পশ্চিমবঙ্গে আসা-যাওয়া করায় মানুষের মধ্যে সন্দেহের জন্ম দেয়। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে, তার কুঁড়েঘর থেকে দুটি আধার কার্ড পাওয়া যায়। একটিতে তার নাম বাঙালি নাথ, অন্যটিতে ইমামুদ্দিন আনসারি, যার ঠিকানা ছিল পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার। গোয়েন্দা সংস্থা (আইবি) তাকেও জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ সন্দেহ করছে যে সে কোনও বৃহত্তর নেটওয়ার্কের অংশ হতে পারে। ইমামুদ্দিনকে আদালতে হাজির করা হয়েছে এবং এই ষড়যন্ত্রের পুরো সত্য বের করে আনার জন্য তদন্ত চলছে।।

