এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,০৪ আগস্ট : সর্বদা অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো আমেরিকার মানুষের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে । নিউইয়র্ক থেকে পেনসিলভানিয়া যাওয়ার পথে নিখোঁজ হওয়া একই পরিবারের চার ভারতীয় বংশোদ্ভূত অশীতিপর বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়েছে একটি গাড়ি থেকে । তাঁরা পেনসিলভানিয়ায় ইসকন মন্দিরে যাচ্ছিলেন বলে জানা গেছে । নিহতরা হলেন : আশা দিভান (৮৫), কিশোর দিভান (৮৯), শৈলেশ দিভার (৮৬) এবং গীতা দিভান (৮৪)। শনিবার (৩ আগস্ট) রাতে পেনসিলভানিয়ার একটি নির্জন এলাকায় তাদের টয়োটা গাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ । পুলিশ এটা দুর্ঘটনা হিসাবে দাবি করলেও কেউ কেউ এটা জাতিবিদ্বেষের ঘটনা বলে মনে করছেন ।
জানা গেছে,টয়োটা গাড়িতে চড়ে চারজন বাফেলো থেকে পেনসিলভানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ওই দিন একটি রেস্টুরেন্টে তাদের শেষবার দেখা গিয়েছিল । রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরেই তাঁরা নিখোঁজ হয়ে যান ।
পরিবার সূত্রে জানা গেছে, তাঁদের গন্তব্য ছিল মার্শাল কাউন্টির ‘স্বর্ণ প্রাসাদ’ নামের একটি ইসকন মন্দির। ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের শিষ্যরা এই মন্দিরটি তৈরি করেছেন । গত মঙ্গলবার রাতে তাঁদের ওই প্রাসাদে থাকার কথা ছিল। তবে পুলিশ নিশ্চিত করেছে যে, তাঁরা ইসকনের সেই প্রাসাদে পৌঁছাননি। ২৯ জুলাই রাত থেকে তাদের ফোন করা হলেও পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ তাদের খোঁজে বিশেষ দল গঠন করে কাজ শুরু করে। যে এলাকায় তাদের শেষবার দেখা গিয়েছিল, সেই এলাকা এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। মার্শাল কাউন্টির শেরিফ মাইক ডর্গাটি জানান, অনুসন্ধানের জন্য হেলিকপ্টারও ব্যবহার করা হয় এবং ছোট ছোট দল গঠন করে বিভিন্ন এলাকায় খোঁজ চালানো হয়।
অবশেষে শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় তাদের টয়োটা গাড়ির খোঁজ পাওয়া যায়। গাড়ির মধ্যেই চারজনের মরদেহ পাওয়া গেছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।।