এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,০৪ আগস্ট : দিন কয়েক আগে গুজরাট এটিএস আল-কায়েদার সাথে যুক্ত মহিলা মাস্টারমাইন্ড বছর ৩০-এর শামা পারভীনকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে ৷ শামা পারভীন ভারতীয় উপমহাদেশে আল-কায়েদা (AQIS) এর সাথে যুক্ত সন্ত্রাসী মডিউলের একজন গুরুত্বপূর্ণ সদস্য।শামা হলেন AQIS মডিউলে গ্রেপ্তার হওয়া প্রথম মহিলা সন্ত্রাসী। তাকে জেরায় পশ্চিমবঙ্গের সঙ্গে যোগসূত্র পেয়েছে গুজরাট এটিএস । গুজরাট এটিএস তদন্তে জানতে পেরেছে যে হাওড়ার শিবপুরে এক আত্মীয়ের বাড়ি রয়েছে শামা পারভীনের ৷ বছর খানেক আগে ওই সন্ত্রাসী ‘দাওয়াত’ দিতে সেখানে এসেছিল এবং কয়েকদিন আত্মীয়ের বাড়িতে কাটিয়েও গেছে শামা পারভীন ৷ এখন ওই সন্ত্রাসীর আত্মীয়রা গুজরাট এটিএসের র্যাডারে রয়েছে । তাদের সম্পর্কে বিস্তারিত খোঁজ খবরও নিতে শুরু করেছে বলে জানা গেছে ।
গুজরাট পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তকারী দল জানতে পেরেছে যে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার একটা মডিউল সক্রিয় রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খন্ডে । কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে সন্ত্রাসী শামা পারভীনকে গ্রেপ্তার করার আগে আহমেদাবাদ থেকে মোহাম্মদ ফারদিন, দিল্লি থেকে মোহাম্মদ ফয়ক, নয়ডা থেকে জিশান আলী এবং গুজরাটের আরাবল্লি জেলার মোদাসা থেকে সাইফুল্লা কুরেশি আরও কয়েকজন আল-কায়েদা সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছিল গুজরাট এটিএস৷ গত বুধবার সাংবাদিক সম্মেলনে নিরাপত্তা সংস্থাগুলি প্রকাশ করেছে যে আল-কায়েদার সাথে যুক্ত সন্ত্রাসীদের সাম্প্রতিক জিজ্ঞাসাবাদের সময়, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় কিছু সন্দেহজনক ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে ‘strangers_ nation02’, ‘Strangers Of The Nation’ এবং ‘Strangers Of The Nation 2’ নামের প্রোফাইল, যেগুলির মাধ্যমে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সাথে সম্পর্কিত বিষয়বস্তু শেয়ার এবং আলোচনা করা হচ্ছিল। এই প্রোফাইলগুলি তদন্ত করার পর, শামা পারভীনকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয়। বি.কম স্নাতক শামা পারভীনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে যে সে বেশ কয়েকটি পাকিস্তানি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে যোগাযোগ রাখছিল । সোশ্যাল মিডিয়ার মাধ্যমে AQIS সম্পর্কিত মৌলবাদী বিষয়বস্তু প্রচারের অভিযোগে তাদের চারজনের বিরুদ্ধে ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং ভারতীয় বিচার কোড (BNS) এর বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে । এটিএস তাদের আদালতে হাজির করে ট্রানজিট রিমান্ডে নিয়েছে ।
তদন্তকারীরা যেটা জানতে পেরেছে যে ওই মহিলা সন্ত্রাসী ২০২৪ সালে হাওড়া শিবপূরে এক আত্মীয়র বাড়িতে একটি অনুষ্ঠান যোগ দিতে এসে বেশ কয়েকদিন কাটিয়ে গিয়েছিল । একথা জেরায় সে কবুলও করেছে । কিন্তু শামা পারভিন নিছক এটা আতিথেয়তা রক্ষার দাবি করলেও তদন্তকারী দল তার কথায় বিশ্বাস রাখতে পারছে না । গুজরাট এটিএসের সন্দেহ যে আল-কায়েদার বিস্তার ঘটাতে হাওড়া শিবপূরে এসে ব্রেনওয়াশ ও ভারত বিরোধী প্রচার চালিয়ে গিয়েছিল এই মহিলা সন্ত্রাসী । এই পরিস্থিতিতে সন্ত্রাসী শামা পারভিনের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগসূত্র প্রকাশ্যে আসায় উদ্বেগ বেড়েছে ।।