এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৩ আগস্ট : একমাত্র ছেলের জন্মদিন ছিল । সেই কারনে ছেলের নতুন পোশাক কেনার কথা বলে দুপুরে বাড়ি থেকে বের হয়েছিলেন ৩৭ বছরের এক বধূ । কিন্তু তারপর আর তিনি বাড়ি ফেরননি । মালদা জেলার সাহাপুর এলাকার ঘটনা । গত ৩১শে জুলাই দুপুরে সুদীপ্তা হালদার নামে ওই বধূ নিখোঁজ হয়ে যাওয়ার পর তার স্বামী বাসুদেব হালদার পরের দিন মালদা থানায় একটা নিখোঁজ ডাইরি করেন । কিন্তু আজ রবিবার পর্যন্ত পুলিশ ওই মহিলার কোনো হদিশ করতে পারেনি বলে জানা গেছে । এনিয়ে চরম উদ্বিগ্ন পরিবারের লোকজন।
জানা গেছে, সাহাপুর-২ বিমল দাস কলোনীর বাসিন্দা বাসুদেব হালদার ৷ তিনি ব্যাবসা করেন । সোমবার(৪ আগস্ট) তার একমাত্র ছেলের জন্মদিন । এজন্য ৩১ শে জুলাই দুপুর ১টা নাগাদ স্ত্রী সুদীপ্তাদেবী ছেলের কিছু পোশাক কেনাকাটা করার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন বলে জানান বাসুদেববাবু । কিন্তু তারপর আর তিনি বাড়ি ফেরেননি । তিনি জানান, অনেক খোঁজাখুঁজি করেও তার স্ত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি । ফোনে তার শ্বশুরবাড়িসহ আত্মীয় স্বজনদের কাছে খবর নেন । কিন্তু তারা জানায় যে তার স্ত্রী তাদের বাড়িতে যাননি । এরপর তিনি পরের দিন পরের দিন অর্থাৎ ১লা আগস্ট মালদা থানায় একটা নিখোঁজ ডাইরি করেন ।
এদিকে ভরদুপুরে বাজার থেকে এক বধূর রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । নিখোঁজ বধূর পরিবার ও প্রতিবেশীদের দাবি যে অবিলম্বে বধূকে উদ্ধার করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করুক পুলিশ । পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বধূর হদিশ করার চেষ্টা চালাচ্ছে ।।

