এইদিন ওয়েবডেস্ক,দার্জিলিং,০৩ আগস্ট : ফের এরাজ্যে ঘটল বাংলাদেশিদের অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনা । এবারে দার্জিলিং জেলার নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে অনুপ্রবেশের সময় মহম্মদ নুর হোসেন খন্দকার (৪১) ও মহম্মদ ওমর ফারুক আরমান (২৭) নামে দুই বাংলাদেশি অনুপ্রবেশকে ধরেছে ব্যাটালিয়নের বর্ডার ইন্টারঅ্যাকশন টিম । জেরায় তারা জানিয়েছে যে তাদের মধ্যে প্রথমজনের বাড়ি বাংলাদেশের পরশুরাম পুরসভা এলাকায় এবং দ্বিতীয়জন বাংলাদেশের মাদিপুর সদরের বাসিন্দা । ধৃতদের কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্র উদ্ধার হলেও ভারতে প্রবেশের জন্য তাদের কাছে কোনও বৈধ পাসপোর্ট ও ভিসা ছিল না বলে জানা গেছে ।
জিজ্ঞাসাবাদে এসএসবি জানতে পারে যে দালালকে মোটা অঙ্কের টাকা দিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করেছিল । জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতে এসএসবি দুই বাংলাদেশিকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেয় ।।

