এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ আগস্ট : কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে ভাঙচুর চালিয়ে গ্রেপ্তার হল মহম্মদ আশরাফুল নামে এক বাংলাদেশি । সে বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা । শুক্রবার সন্ধ্যায় ইন্ডিগোর একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে ওই ব্যক্তি । তার একটি কানেকটিং ফ্লাইটে করে ঢাকায় আসার কথা ছিল । বিমানবন্দরের আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করছিল সে । কিন্তু হঠাৎ করে ওই বাংলাদেশি টার্মিনালের কাঁচের দেওয়াল ভেঙে বিমানবন্দর থেকে বের হওয়ার চেষ্টা করে। সেই সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) সদস্যরা আশরাফুলকে পাকড়াও করে । প্রাথমিক জেরায় অসংলগ্ন কথা বলায় ওই বাংলাদেশির উদ্দেশ্য নিয়ে সন্দেহের উদ্রেগ হয়েছে ।
সিআইএসএফ তাকে বিমানবন্দর পুলিশ স্টেশনের কাছে হস্তান্তর করে। এরপর বিধানগর পুলিশ তাকে গ্রেপ্তার করে । পুলিশ জানতে পেরেছে যে আশরাফুল সিঙ্গাপুরে থাকত এবং সেখানে কাজ করত । তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।।