এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,০২ আগস্ট : ভোর রাতের দিকে খাটের উপর একটি বিষাক্ত সাপ উঠে যুবককে কামড়ে দেয় । সাপের কামড়ে খেয়ে সে ধরফড় করে উঠে বসে । সেই সময় সাপটি তার প্যান্টের পকেটে ঢুকে যায় । ওই অবস্থায় সাপটিকে মেরে একটি প্লাস্টিকের কৌটতে ভরে পরিবারের লোকজনদের সাথে সটান হাসপাতালে পৌঁছে গেলেন ওই যুবক । ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার শান্তিপুর এলাকায় । রাহুল মির্জা নামে ওই যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।
অসুস্থ যুবকের মামা ফিরোজ খান জানান,আজ শনিবার ভোররাত পৌনে তিনটে নাগাদ তার ভাগনার চিৎকারে পরিবারের সকলের ঘুম ভেঙে যায় । এরপর তারা ছুটে গিয়ে দেখেন ভাগনার খাটের নিচে পড়ে রয়েছে একটি মরা সাপ । তাকে সাপে কামড়েছে বুঝতে পেরে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
চিকিৎসাধীন যুবক রাহুল মির্জা বলেন,’তখন ভোর আড়াইটা থেকে তিনটে বাজবে । আমি খাটে শুয়ে ঘুমাচ্ছিলাম৷ হঠাৎ আমার হাতে কিছু একটা কামড়ে দেওয়ার অনুভূতি হয় । আমি জেগে উঠে দেখি একটা কালো রঙের সাপ আমার হাতে কামড়ে দিয়েছে । আমি কিছু বুঝে ওঠার আগেই সাপটি আমার প্যান্টের পকেটে ঢুকে যায় । ওই অবস্থাতে আমি সাপটিকে মেরে ফেলি । এরপর বাড়ির লোকজনদেরকে ডাকি ।’
জানা গেছে, পরিবারের লোকজনের সাথে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে যান ওই যুবক । তার আগে মরা সাপটি একটা প্লাস্টিকের কৌটোতে ভরে নিয়ে যান তিনি । শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করে দেওয়া হয় কল্যাণী জেএনএম হাসপাতালে । সেখানে তাকে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হয় । বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যুবক জানিয়েছেন,তিনি মোটামুটি সুস্থ থাকলেও শরীরে খুব ব্যথা হচ্ছে ।।