এইদিন বিনোদন ডেস্ক,০২ আগস্ট : বিখ্যাত মালায়ালাম কৌতুক অভিনেতা কলাভবন নাভাস (৫১) শুক্রবার ছোটানিক্কারার একটি হোটেলে মৃত অবস্থায় পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নাওয়াসের ঘরে কোনও সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি। তার মৃতদেহ ছোটানিক্কারার এসডি টাটা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবার ময়নাতদন্ত করা হবে, এরপর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
অভিনেতা নওয়াস তার আসন্ন ছবি ‘প্রকাম্বনম’-এর শুটিংয়ে অংশ নিচ্ছিলেন। শুক্রবার শুটিং শেষ করে হোটেল থেকে বেরিয়ে আসার কথা ছিল তার। কিন্তু, সময়মতো ঘর থেকে বের না হওয়ায়, রুম বয় যখন তাকে দেখতে যায়, তখন সে নওয়াজকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে,চিকিৎসকরা নওয়াজকে মৃত ঘোষণা করেন।
১৯৯৫ সালে চৈতন্যম চলচ্চিত্রের মাধ্যমে নওয়াসের চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি মাত্তুপেত্তি মাচ্চান, জুনিয়র ম্যান্ড্রেক এবং আম্মা আম্মাই আম্মা সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে কমেডি এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তিনি মিমিক্রির ক্ষেত্রে ‘কলা ভবন’ দলের সদস্য ছিলেন। তিনি দূরদর্শন এবং বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
নাওয়াস হলেন বিখ্যাত নাট্যশিল্পী প্রয়াত আবুবকরের ছেলে। তাঁর স্ত্রী রেহানা এবং ভাই কলাভবন নিয়াসও চলচ্চিত্র জগতে সক্রিয়। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সহ চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিরা কলাভবন নওয়াসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।।