শেখ মিলন,ভাতাড়,২৮ নভেম্বর ঃ শনিবার ভাতারে পুরোহিতদের নিয়ে সম্মেলনের আয়োজন করল শাসকদল তৃনমুল কংগ্রেস । ভাতাড় থানার নিত্যানন্দপুর গ্রামের ফুটবল মাঠে আয়োজিত এদিনের এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র কুটিরশিল্প মন্ত্রী স্বপন দেবনাথ । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া,ভাতারের বাসুদা আশ্রমের অধ্যক্ষ স্বামী ধ্যানানন্দ মহারাজ প্রমুখ ।
স্বপন দেবনাথ জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তফশিলি জাতি-উপজাতি ও ইমাম-মোয়াজ্জেমদের জন্য ভাতা চালু করেছেন তেমনি পুরোহিতদের জন্যও তিনি ভাতার ব্যাবস্থা করেছেন । পুরোহিত ভাতা বাবদ সরকারিভাবে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে । প্রকৃতই যারা গরীব বৈদিক সনাতনি ব্রাহ্মন তাঁরাই এই ভাতা পাওয়ার যোগ্য । পাশাপাশি তিনি জানিয়েছেন,এযাবৎ পুর্ব বর্ধমান জেলায় ২ হাজারের কাছাকাছি পুরোহিত ভাতা পেয়েছেন । এছাড়া ভাতার অনুদানের জন্য জেলার বিভিন্ন বিডিও অফিসে আরও অনেক আবেদনপত্র জমা পড়েছে । সেগুলি যাচাই করে দেখা হচ্ছে ।
শুভেন্দু অধিকারীরর মন্ত্রীসভা থেকে পদত্যাগের বিষয়ে এদিন স্বপন দেবনাথের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এবিষয়ে যা বলার শীর্ষ নেতৃত্ব বলবেন । জেলার আমরা সবাই মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় দলের মা । মা’য়ের অসম্মান যাতে না হয় তার চেষ্টা চালাবো ।’
দেখুন ভিডিও :