এইদিন ওয়েবডেস্ক, কাটোয়া(পূর্ব বর্ধমান),০১ আগস্ট : মাদ্রাসা পড়ুয়া বিহারের ২ কিশোরকে উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া আরপিএফ । উদ্ধার হওয়া ওই দুই নাবালকের নাম আসগর খান (১২) ও মহম্মদ আলম (১২)। তাদের বাড়ি বিহারের আরাড়িয়া জেলার ফরবিশগঞ্জ থানার ঢোলবাজা গ্রামে। মাদ্রাসা থেকে লুকিয়ে পালিয়ে এসে বাড়ি ফেরার ট্রেন ধরার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় তারা কাটোয়া রেলস্টেশনে অপেক্ষা করছিল । সেই সময় আরপিএফ-এর নজরে পড়লে তাদের উদ্ধার করে কাটোয়া আরপিএফ অফিসে আনা হয় । শুক্রবার তাদের শিশু সুরক্ষা বিভাগের মাধ্যমে হোমে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া দুই কিশোর জানিয়েছে,পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার বেনাকর গ্রামে একটি বেসরকারি আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে । বাড়ি যাওয়ার জন্য তারা লুকিয়ে মাদ্রাসা থেকে পালিয়ে পূর্বস্থলী রেলস্টেশনে আসে৷ সেখানে একটা লোকাল ট্রেন ধরে কাটোয়ার এসে পৌঁছোয় । এরপর তারা বাড়ি ফেরার জন্য কাটিহার এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছিল। কাটোয়ার আর পি এফ ইন্সপেক্টর আশুতোষ বন্দোপাধ্যায় জানিয়েছেন,দুই নাবালককে কাটোয়া রেলস্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় । পরিবারের বড় কেউ তাদের সাথে ছিল না । তাদের ভীত সন্ত্রস্ত লাগছিল। যেকারনে তাদের আর পি এফ অফিসে নিয়ে আসা হয় । দুই কিশোরের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি৷।

