এইদিন ওয়েবডেস্ক,নওগাঁ,০১ আগস্ট : ধর্ম পরিবর্তন করে হিন্দু প্রেমিককে বিয়ে করে মৌলবাদীদের রোষের মুখে পড়েছেন মুখে বাংলাদেশের নওগাঁর এক মুসলিম তরুনী ৷ নওগাঁ জেলার আত্রাই উপজেলার পাঁচপুর ইউনিয়নের শিমলা (২০) নামের ওই তরুণী তার নিজ ধর্ম ইসলাম ত্যাগ করে আদালতের মাধ্যমে হিন্দু ধর্ম গ্রহণ করে নির্মল (২৩) নামের এক হিন্দু যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন । আর এতেই তরুনীর নিজ সম্প্রদায়ের লোকজন ব্যাপক ক্ষিপ্ত হয়েছে । তবে নব দম্পতির পাশে এসে দাঁড়িয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষ ৷
জানা গেছে, আত্রাই উপজেলার পাঁচপুর ইউনিয়নের পার্শ্ববর্তী কাসুন্দা গ্রামের মহম্মদ আহাদুলের মেয়ে শিমলা। সম্প্রতি নিজ ইচ্ছায় আদালতের হলফনামার মাধ্যমে হিন্দু ধর্ম গ্রহণ করেন তিনি । এরপর হিন্দু রীতিনীতি মেনে কোলা ম্যাটাল পাড়ার নির্মলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তরুণী শিমলা তার স্বামী নির্মলের বাড়ি কোলা ম্যাটাল পাড়ায় রয়েছেন। এই ঘটনা স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ কেউ এটিকে ব্যক্তিগত অধিকারের বিষয় বললেও, অনেকেই ধর্ম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা করছেন।বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় পর্যায়ে এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । শেষ পর্যন্ত ওই দম্পতির কপালে কি আছে তা ভেবেই আশঙ্কায় আছে তরুণীর শ্বশুরবাড়ির লোকজন ।।
.

