এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ আগস্ট : ভোটার লিস্টে বড়সড় জালিয়াতির ঘটনা ফাঁস করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি অভিযোগ করেছেন যে দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর পূর্ব বিধানসভার ১০০% হিন্দু অধ্যুষিত এমন চারটি বুথের ভোটার তালিকায় ঢোকানো হয়েছে বাংলাদেশি মুসলিমদের নাম ৷ একটি বা দুটি নয়,প্রমান স্বরূপ এমন ৪৪ টি নাম উল্লিখিত ভোটার লিস্ট এক্স-এ পোস্ট করেছেন তিনি । তার মধ্যে ৪-৫ জনকে মৃত বলে চিহ্নিত করা হয়েছে ।
শুভেন্দু অধিকারী লিখেছেন,’বারুইপুর পূর্ব বিধানসভার ১০১, ১০২, ১০৪, ১০৫ নং বুথগুলিতে ১০০% হিন্দুদের বসবাস। একজনও মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস না থাকা সত্তেও ভোটার লিস্টে হঠাৎ করে মুসলিম ভোটারদের নাম জ্বল জ্বল করছে, যারা আদপেই ভারতীয় নাগরিক নন, সকলেই বাংলাদেশী।’ তিনি লিখেছেন,’উদাহরণ স্বরুপ ১০২ নং বুথের এই ভোটার তালিকা সর্বসমক্ষে তুলে ধরলাম। এই বুথটিতে বসবাসকারী সকলেই হিন্দু ভোটার, অথচ ভোটার তালিকায় ৩২ জন মুসলিম ভোটারের নাম বিদ্যমান। যারা ঐ বুথের বাসিন্দাই নন অর্থাৎ সম্পূর্ণ ভুয়া।’
শুভেন্দু অধিকারী আরও লিখেছেন,’রাজ্যের বিভিন্ন বিধানসভার বেশীরভাগ বুথের ভোটার তালিকায় এই ধরনের ভুয়ো ভোটার বিদ্যমান।অবিলম্বে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা উচিত তবেই এই ধরনের ভুতুড়ে বিদেশী ভোটারের নাম বাদ পড়বে। এরাই প্রকৃত মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের ভোটব্যাঙ্ক, এই কারণেই এই সব ভুয়ো নাম বাদ পড়ার সম্ভাবনায় মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত।’ পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনকে ট্যাগ করে বিষয়টি নজরে এনেছেন ।।

