এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ আগস্ট : বুধবার হুগলি জেলার পুরশুরা বিধানসভার রাধানগরে কন্যা সুরক্ষার যাত্রা- মিছিলে যাওয়ার সময় লুঙ্গি পরা এক ব্যক্তি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে কার্যত উন্মাদের মত ক্রমাগত ‘জয় বাংলা’ শ্লোগান দিতে শুরু করে । ক্ষিপ্ত বিরোধী দলনেতা গাড়ি থেকে নেমে ওই লুঙ্গি পরা ব্যক্তির কাছে গিয়ে বলেন ‘জয় বাংলা’ নয় ‘জয় শ্রীরাম’ । কিন্তু ব্যক্তি কোনো ভ্রুক্ষেপ না করে শুভেন্দু অধিকারীকে উত্যক্ত করতে ক্রমাগত ‘জয় বাংলা’ বলে চিৎকার শুরু করে দেয় । এতে বিরক্ত শুভেন্দু তাকে “ব্যাটা রোহিঙ্গার বাচ্ছা” বলে মন্তব্য করেন এবং তাকে তাড়ানোর জন্য নিজের নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন । পরে জানা যায় যে ‘জয় বাংলা’ বলে চিৎকার করা ব্যক্তিটি স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী শেখ মঈদুল । এদিকে তাকে রোহিঙ্গা বলার জন্য প্রতিবাদ করেছে তৃণমূল ।
যদিও নিজের দাবিতে অনড় শুভেন্দু অধিকারী । বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমি ওর কথার কোন উত্তর দেবো না৷ ভাইপোর শেখানো বুলি বলছে । বারে বারে বলবো জয় শ্রীরাম । ভারতীয় সংস্কৃতি, হিন্দুস্থান আমাদের মর্যাদার বিষয় । এটা কোন বিষয় না । আপনি সাজিয়ে গুজিয়ে একটা লোককে, বিশেষ কমিউনিটির ওই লোকের নামও জানেন, সিভিক ভলেন্টিয়ারকে দাঁড়িয়ে রেখে আপনি হঠাৎ করে উন্মাদের মত চিৎকার করে বলবেন । এটা কি শুনে নেওয়া হবে নাকি ? ইমাদুল না মইদুল কি নাম, ওকে যেটা বললে ওর যন্ত্রণা বেশি বাড়ে সেটাই আমি বলেছি । আমার বিশ্বাস ওটা রোহিঙ্গা । একথা রোহিঙ্গা ছাড়া বলতে পারেনা ।’
তিনি বলেন,’ভারতীয় মুসলিমদের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই । আমাকে মুসলমান ছেলেরা বলে, দাদা ভোট দিতে যাই কিন্তু দিতে পারিনা । আমায় বহু শিক্ষিত মুসলিম ছেলে গুড মর্নিং করে । তারা আমাকে বলে ভোট দিতে পারি না বুথের জানলা খোলা থাকে । স্বাভাবিকভাবে এসব করে কোন লাভ নাই । জয় শ্রীরাম বারবার বলবো । অসভ্যতামি করলে যে ভাষায় আপনারা সন্তুষ্ট হবেন সেই ভাষায় মাঝে মাঝে উত্তর দিতে হয় । সেই উত্তর আমি দেবো৷’
প্রসঙ্গত,আরামবাগের হেলান এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয় এলে সেখানে লুঙ্গি ও জামা পরে দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মী শেখ মঈদুল কার্যত উন্মাদের মত তাকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ বলে চিৎকার শুরু করে ।আর এই স্লোগান শুনে মেজাজ হারান শুভেন্দু। হঠাৎ করে গাড়িবহর থামিয়ে গাড়ি থেকে নেমে শেখ মঈদুলের দিকে তেড়ে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, কে কে? বল জয় শ্রীরাম। শুভেন্দু অধিকারীর স্লোগান শুনে শেখ মঈদুলও পাল্টা বলে, জয় শ্রীরাম না, জয় বাংলা। এরপরই শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, হিন্দুর বাচ্চা।
তৃণমূল সমর্থক শেখ মঈদুলকে ব্যাটা পাকিস্তানি-রোহিঙ্গার বাচ্ছা বলে আক্রমণ করেন শুভেন্দু। পাল্টা আবার বিরোধী দলনেতাকেও মঈদুল বলেন, আপনি নিজে রোহিঙ্গা। এরপরেই শুভেন্দু অধিকারী বলে ওঠেন, আমি মমতাকে নির্বাচনে হারিয়েছি, চামড়া তুলে নেব।বাদানুবাদের মধ্যেই ক্ষুব্ধ হয়ে বিরোধী দলনেতার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীকে ওই তৃণমূল কংগ্রেসের কর্মীকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন । নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও শেখ মঈদুলকে ধাওয়া করে ওই জায়গা থেকে সরিয়ে দেন।।