এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩১ জুলাই : কাটোয়া মহকুমাশাসকের অফিসের সামনে মার্কেটের অবৈধ নির্মানে বুলডোজার চালালো পুরসভা । আজ বৃহস্পতিবার ব্যবসায়ীদের বেআইনিভাবে নির্মিত বেশকিছু ছাউনি ভেঙে দেওয়া হয় । গুনেন্দ্রনাথ মার্কেট নামে পরিচিত ওই বাজারটিতে ২৫ টি দোকানঘর রয়েছে ৷ অধিকাংশ দোকানদার তাদের দোকানের সামনে ফুটপাত দখল করে বেআইনিভাবে ছাউনি নির্মাণ করেছিলেন বলে অভিযোগ ।
জানা গেছে,তিন দিনের মধ্যে বেআইনিভাবে ছাউনি সরিয়ে নেওয়ার জন্য মার্কেটের ১৫ জন দোকানদারকে নোটিশ করেছিল পুরসভা । বুধবার সেই সময়সীমা অতিক্রান্ত হয় । এরপর এদিন বৃহস্পতিবার পুরসভা একটা বুলডোজার নিয়ে গিয়ে ছাউনিগুলি ভেঙে দেয় । পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় পর ছাউনিগুলিতে লাগানো করগেটসহ বিভিন্ন সামগ্রী ।।

