এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,৩১ জুলাই : আসামে উচ্ছেদ অভিযানের আওতায় মোট ১.৩৯ লক্ষ বিঘা জমি অনুপ্রবেশকারীদের দখল থেকে মুক্ত করা হয়েছে। এখন এই অনুপ্রবেশকারীরা পৃথক ‘মিয়া জমি’ দাবি করছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে অনুপ্রবেশকারীদের এই স্বপ্ন ভারতে কখনও পূরণ হবে না, তবে বাংলাদেশে তা পূরণ হতে পারে।
মুখ্যমন্ত্রী জানান যে উরিয়াম ঘাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ১০ হাজার বিঘা জমি দখলমুক্ত করা হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রাজ্য পুলিশ এবং সিআরপিএফের অবদানেরও প্রশংসা করেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন যে এখন দখলকৃত জমি অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করা হচ্ছে, তাই তারা ‘মিয়া ল্যান্ড’ দাবি করছেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন যে ভারতে থাকাকালীন তাঁর এই স্বপ্ন কখনও পূরণ হবে না, তবে বাংলাদেশে এটি পূরণ করা সম্ভব এবং যদি সেখানে নাও হয় তবে তা অবশ্যই আফগানিস্তানে পূরণ হবে। এবং আমি অবশ্যই তাদের সেখানে পৌঁছাতে সাহায্য করব।।