এইদিন ওয়েবডেস্ক,মালদা,৩১ জুলাই : প্রচুর জালনোট সহ দুই মহিলাকে পাকড়াও করেছে মালদা জেলার কালিয়াচক থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃত দুই মহিলার নাম মমতাজ বিবি ও জেসমিন খাতুন । তাদের মধ্যে প্রথমজনের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায় এবং দ্বিতীয়জন মোথাবাড়ি এলাকার বাসিন্দা । পুলিশ ধৃতদের কাছ থেকে চার লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার করেছে ।
জানা গেছে,মঙ্গলবার রাতে কালিয়াচক থানার দুলালটোলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল দুই মহিলা । তাদের হাতে ব্যাগ ছিল । গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানা এবং গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালায় । পুলিশ তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে দুই মহিলা অসংলগ্ন কথা বলে । সন্দেহ হওয়ায় পুলিশ তাদের কাছে থাকা ব্যাগ দিতে তল্লাশি চালায় । তখন সেই ব্যাগে বিপুল পরিমাণ জাল নোট নজরে পড়ে পুলিশের । এরপর দুই মহিলাকে আটক করে কালিয়াচক থানায় নিয়ে আসা হয় ।
বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে এই জাল নোট কারবারে একটি বড়সড় চক্র জড়িয়ে আছে । সেই চক্রে জালনোট পাচারের কাজ করতো ওই দুই মহিলা । এখন তাদের জেরা করে চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।