এইদিন ওয়েবডেস্ক,রংপুর,৩০ জুলাই : বাংলাদেশের রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় পাঁচজন জিহাদিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে সংগঠিত এই সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ব্যাপক লুটপাট, ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে।
আজ বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। পুলিশ জানায়, গত ২৯ জুলাই রবীন্দ্রনাথ রায় (৫৫), পিতা: দেবেন্দ্র নাথ রায়, গ্রাম: আলদাদপুর ছয়আনি পাড়া, থানা: গংগাচড়া, জেলা: রংপুর – তিনি গংগাচড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে তিনি অভিযোগ করেন, ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জন জনতা একযোগে হিন্দুদের বাড়িঘরে হামলা চালায়। তারা ভাঙচুর, লুটপাট চালানোর পাশাপাশি পুলিশ বাহিনীর ওপরও আক্রমণ করে। অভিযোগের ভিত্তিতে গংগাচড়া মডেল থানায় (মামলা নং: ৩৫, তারিখ: ২৯/০৭/২৫) এবং বাংলাদেশের দণ্ডবিধির ১৪৯/৪৪৭/৪৪৮/৩৩২/৩৩৩/ ৩৫৩/৩৭৯/ ৩৮০/৪২৭/৩৪ ধারার অধীনে মামলা দায়ের করা হয় ।
ঘটনার পরপরই পুলিশের পক্ষ থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তবে ধৃততদের নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, এই ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। হামলার পেছনে যারা পরিকল্পনাকারী এবং উসকানিদাতা, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য জোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।এদিকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই ঘটনায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে । বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।।