শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),৩০ জুলাই : কোভিড-১৯ মহামারী পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন প্রান্তে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনার বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে । কারন অস্পষ্ট । এই পর্যায়ক্রমে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের এক প্রৌঢ়ের প্রবল কাশির উপসর্গ শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই মৃত্যুর ঘটনাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । মঙ্গলবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর ব্লকের পুটশুড়ি অঞ্চলের অন্তর্গত সোনাডাঙ্গা গ্রামে । মৃতের নাম মধুসূদন কোনার(৫৮) । তাঁর বাড়ি মেমারি থানার ছোটপলাশন এলাকায় ।
জানা গেছে,মন্তেশ্বরের সোনাডাঙ্গা গ্রামের একটি পেট্রোল পাম্পের কর্মী ছিলেন মধুসূদন কোনার । প্রতিদিনের মত মঙ্গলবার সন্ধ্যায় তিনি যথারীতি পেট্রোল পাম্পে কাজ করছিলেন । সেই সময় হঠাৎ তার প্রবল কাশি শুরু হয় । তারই মাঝে নিজের বুক চেপে ধরে সেখানেই লুটিয়ে পড়েন । কর্তৃপক্ষ তড়িঘড়ি তাঁকে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই প্রৌঢ়ের । পরে হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মন্তেশ্বর থানায় নিয়ে আসে পুলিশ । আজ বুধবার দেহটি ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হবে ।
কোভিড ভ্যাকসিনেই কি বাড়ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ?
প্রসঙ্গত,২০২০ সাল থেকে উল্লেখযোগ্য হারে বাড়ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা। পরিসংখ্যান বলছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে তরুণদের মধ্যে।অনেকে মন্তব্য করছেন, হতে পারে কোভিড ১৯ এর ভ্যাকসিনের সঙ্গে এই ভয়ঙ্কর প্রবণতার কোনও সংযোগ রয়েছে। চিকিৎসকদের কেউ কেউ এই দাবির পক্ষে। কেউ আবার একথা মানতে নারাজ। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দেয় যে, কোভিড-১৯ এর টিকা গ্রহণের সঙ্গে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কোনও যোগ নেই। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)গবেষণা করে বিষয়টি পরিষ্কার করে দিয়েছে। সরকারের মতে, যাঁরা কোভিডের টিকা নিয়েছেন, তাঁদের এই কারণে হৃদরোগ নিয়ে আশঙ্কিত হওয়ার কারণ নেই।
ICMR বা AIIMS প্রাপ্তবয়স্কদের হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুর উপর সঙ্গে COVID-১৯ এর ভ্যাকসিনের কোনও যোগ খুঁজে পায়নি। ICMR এবং জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (NCDC) গবেষণা করে নিশ্চিত হয়েছে, ভারতে COVID-19 টিকা নিরাপদ এবং কার্যকর। এর কোনও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা অত্যন্ত বিরল। স্বাস্থ্য মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে,এর পিছনে থাকতে পারে জিনগত কারণ, জীবনধারা, আগে থেকে শরীরে বাসা বেঁধে থাকা কোনও সমস্যা । এছাড়া কোভিড পরবর্তী জটিলতার কারণেও হঠাৎ হৃদরোগে মৃত্যু ঘটতে পারে। যেসব প্রতিবেদনে বা বক্তব্যে কোভিড ভ্যাকসিনকে হৃদরোগে বাড়বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে, সেগুলিকে সমর্থন করছে না তারা।।