এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৯ জুলাই : বেহাল রাস্তা জুড়ে জলকাদায় ভর্তি । অ্যাম্বুলেন্স তো দুরের কথা রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়াই দুষ্কর ৷ এই পরিস্থিতিতে এক অশীতিপর বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে তাকে খাটিয়ায় শুইয়ে হাসপাতাল নিয়ে যান পরিবারের লোকজন ও প্রতিবেশীরা । কিন্তু সেই ধকল সহ্য করতে পারেননি ওই বৃদ্ধা । শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তার । এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর ব্লকের রঞ্জিতপুর গ্রামে । এদিকে বৃদ্ধার মৃত্যুর পর দীর্ঘ বেহাল রাস্তা পার করে খাটিয়ায় করে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ৷ এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেস শাসিত পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা ।
জানা গেছে,শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের রঞ্জিতপুর গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা । কিন্তু বেহাল রাস্তার কারণে গ্রামে অ্যাম্বুলেন্স সহ কোনও যানবাহন প্রবেশ করতে চায়নি। তাই বাধ্য হয়েই পরিবারের লোকজন গ্রামবাসীদের সহায়তায় ওই অসুস্থ রোগীনিকে খাটিয়ায় শুইয়ে গ্রামের বাইরে নিয়ে গিয়ে গাড়িতে চাপিয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান । হাসপাতালে চিকিৎসা করিয়ে ফের খাটিয়ায় চাপিয়ে তাকে বাড়ি আনা হয়৷ কিন্তু রবিবার সকালে ওই বৃদ্ধা ফের গুরুতর অসুস্থ হয়ে পড়লে একই ভাবে খাটিয়ায় শুইয়ে গ্রামের বাইরে নিয়ে গিয়ে গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় । কিন্তু আজ মঙ্গলবার সকালে ওই অসুস্থ বৃদ্ধার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এদিকে বৃদ্ধার মৃত্যুর জন্য বেহাল রাস্তাকেই দায়ী করেছেন পরিবারের লোকজন ও গ্রামবাসীরা । তাদের অভিযোগ, গ্রামের বেহাল রাস্তার কারনে দীর্ঘ দিন ধরে গ্রামবাসীদের দুর্ভোগ পোহাতে হলে পঞ্চায়েত বা প্রশাসনের কোনো হেলদোল নেই । এনিয়ে তারা ক্ষোভ উগরে দিয়েছেন ।।