এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৮ জুলাই : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততার দাবির মাঝেই কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালিয়েছে থাইল্যান্ড। মূলত কম্বোডিয়া সীমান্তে আর্টিলারি ঘাঁটি হিসেবে ব্যবহৃত একটি ভবনে থাই সেনাবাহিনী ওই হামলা চালায়। আজ সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে থ্যাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।
থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়ার সীমান্ত ঘেঁষা সুরিন প্রদেশের একটি ভবনে তারা যে হামলা চালিয়েছে, তা আত্মরক্ষার অংশ হিসেবে করা হয়েছে। ওই ভবনটি থেকে কম্বোডীয় সেনারা থাইল্যান্ডে ভারী অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছিল বলেও দাবি করেছে রয়্যাল থাই আর্মি (আরটিএ)। সেনাবাহিনীর ভাষ্য মতে, ভবনটিতে কোনো বেসামরিক মানুষ ছিলেন না এবং এটি ফাঁকা অবস্থায় কামান হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
থাই সীমান্তের কপ চুয়েং জেলার চং চম পয়েন্ট সংলগ্ন এলাকায় ওই ভবনটিতে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থাই সেনাবাহিনী এই ব্যাখ্যা দেয়। ভিডিওটিতে দেখা যায়, সীমান্তের ওপারে থাকা ভবনটিতে থাইল্যান্ডের সেনাবাহিনীর ছোঁড়া অস্ত্র আঘাত করে।
মনে করা হচ্ছে, ভবনটি একটি ক্যাসিনো ছিল এবং সেখানে কোনো বেসামরিক লোকজন অবস্থান করছিল না। থাই সেনাবাহিনী অভিযোগ করেছে, কম্বোডীয় সেনারা বারবার বেসামরিক ভবন ব্যবহার করে থাইল্যান্ডে হামলা চালাচ্ছে, যা মানবঢাল হিসেবে ব্যবহারের শামিল।।