এইদিন ওয়েবডেস্ক,বোলপুর,২৮ জুলাই : রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন । ইতিমধ্যে বিহারের কাজ প্রায় শেষের দিকে । আগস্ট সেপ্টেম্বরের পর থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে ভুয়া ভোটার চিহ্নিতকরণের কাজ । তবে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) এখনও এরাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও এ বিষয়ে বুথ লেভেল অফিসারদের ট্রেনিং দেওয়া শুরু হয়ে গিয়েছে । কিন্তু তার আগে এরাজ্যে কমিশন যাদের নিয়ে কাজ করবে যে সমস্ত বুথ লেভেল অফিসারদের(বিএলও) হুমকি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি বিএলওদের সতর্ক করে বলেছেন, ‘ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায় । নির্বাচন কমিশন কিন্তু ভোট মিটে গেলে আর থাকবে না। বাংলার সরকারই থাকবে ।’ তাহলে নির্বাচন কমিশন চলে গেলে মুখ্যমন্ত্রী কি বিএলওদের চাকরি খেয়ে নেবেন ? এই প্রশ্নই উঠছে এখন রাজ্যজুড়ে । পাশাপাশি ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে তৃণমূল সুপ্রিমো অনুপ্রবেশকারীদের যে খুল্লামখুল্লা সুরক্ষা দিয়ে যাচ্ছেন, সেটাই তিনি এদিন স্পষ্ট করে দিলেন বলে মনে করা হচ্ছে ।
আজ সোমবার বোলপুরে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বিএলও’দের কাছে অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে কারও নাম যেন বাদ না যায়। দেখবেন যাঁরা এই রাজ্যের ভোটার তাঁদের নাম বাদ না পড়ে। কেউ চার দিন ঘুরতে গেলে বাদ দিয়ে দেবেন ? আপনাদের তো দেখতে হবে তাঁদের সত্যিই অস্তিত্ব আছে কিনা!’ তিনি শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে বলেন, কেউ কেউ বলছে দেড় কোটি বাদ দেবো ‘,আড়াই কোটি বাদ দেবো, তাদের কি অধিকার আছে বলবার ? তাই এই কাজটা যারা করছেন তারা যত্ন নিয়ে করবেন৷ এবং ডিএমদের আমি বলবো প্লিজ মনিটারিং সিরিয়াসলি ? ওদের হাতে(নির্বাচন কমিশন) ছেড়ে দিয়ে আমি বসে থাকলাম এটা হবে না । এখন কিন্তু সেদিন নেই ।’ বীরভূম পুলিশের সমালোচনা করে মমতা বলেছেন, আর এক্ষেত্রে পুলিশের ভূমিকাটাও গুরুত্বপূর্ণ আছে। বীরভূমে একটু নেগলিজেন্স চলছে । এটা আমি বলে গেলাম আমার যতটুকু ক্ষমতা ।’
‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি নিয়ে পুলিশকে আরও সক্রিয় হতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী । কী কী কাজ শেষ করতে হবে সে বার্তা দেন তিনি। তাঁর কথায় উঠে আসে, পরিযায়ী শ্রমিকদের উপর কথিত অত্যাচারের অভিযোগ প্রসঙ্গও । মমতা ব্যানার্জি দাবি করেন যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১ হাজার বিএলও’কে দিল্লিতে ট্রেনিং দেওয়া হয়েছে সেটা নাকি তুমি জানতেন না ।।