এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২৭ জুলাই : একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তিনি ভাষা আন্দোলন শুরু করতে চান রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি থেকে। সেই কথা রাখতেই রবিবার সন্ধ্যায় বোলপুরে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । রাঙাবিতানে তিনি আজ রাত্রিবাস করবেন। এদিকে তার আগেই বীরভূমের তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে । আজ রবিবার দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের ঘাসবেড়া নামে একটি আদিবাসী গ্রামে জমি নিয়ে বিবাদের জেরে তৃণমূলের লাল খাঁ গোষ্ঠী ও শেখ জানে আলম গোষ্ঠীর তুমুল সংঘর্ষে জড়ায় । জানা গেছে, আহত হয়েছে যশপুর পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা লাল খাঁ এবং তার ভাইপো সেকেন্দার খাঁ ৪-৫ জন । লাল খাঁ এবং তার ভাইপো সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ।
এদিকে জানা গেছে, দু’দিনের বীরভূম সফরে সোম ও মঙ্গলবার ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বীরভূম জেলা থেকে ভাষা আন্দোলন শুরু করতে চলছেন তিনি । বিজেপি শাসিত রাজ্যগুলিতে কথিত বাঙালি হেনস্তার প্রতিবাদে এই ভাষা আন্দোলন কর্মসূচি নিয়েছেন মমতা।ওডিশা থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার চলছে বলে তিনি অভিযোগ তুলেছেন। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়,’মমতা ব্যানার্জি যা করছেন সম্পূর্ণ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য করছেন । এটা প্রমাণিত সত্য । গতকাল গুরুগ্রাম নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন যে যাদের আটক করা হয়েছিল তারা বাংলাদেশী মুসলমান । বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের রোহিঙ্গাদের কোন স্থান পশ্চিমবঙ্গে হবে না ।’
বিরোধী দলনেতা আরো বলেন,’আসলে তৃণমূল এসআইআর আটকাতে চায় । বিহারে ৫০ লক্ষেরও বেশি নাম কাটা গেছে । যার অধিকাংশ মৃত এবং অনুপ্রবেশকারী । যারা পশ্চিমবঙ্গ এবং নেপাল দিয়ে ঢুকে বিহারের জনসংখ্যা বাড়িয়ে দিয়েছে । মমতা ব্যানার্জি জানেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা তাকে একশ শতাংশ ভোট দেয় । তাই তিনি ছাপা মেরে ২ কোটি ৭৫ লক্ষ ভোট পেয়েছেন । আর বিজেপি ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার ভোট পেয়েছে যেখানে মুসলিমদের অংশগ্রহণ এক শতাংশেরও কম । হাতে গোনা রাষ্ট্রবাদী মুসলিম বিজেপিকে ভোট দিয়েছে । বাকি সবটাই মূলত সনাতনীদের ভোট এবং আদিবাসীদের ভোট । তাই মমতা ব্যানার্জি জানেন এই জলটা বেরিয়ে গেলে তার ভোট দু কোটিরও নিচে নেমে যাবে । সেই আতঙ্কে এগুলো করছে ।’।

