এইদিন ওয়েবডেস্ক,ভগবানপুর ও বালুরঘাট,২৭ জুলাই : একই দিনে জোড়া সুসংবাদ গেরুয়া শিবিরে । পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের জুখিয়া অঞ্চলে বামুনিয়া গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিল বিজেপি । অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের মহিলা সমবায় ভোটে প্রথম বারের মত খাতা খুললো গেরুয়া শিবির ।
ভগবানপুরের সমবায় দখলের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি লিখেছেন,’ভগবানপুর বিধানসভার জুখিয়া অঞ্চলে বামুনিয়া গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ-এর পরিচালক মন্ডলীর নির্বাচনে ২৪-১৯ ফলাফলে রাষ্ট্রবাদী প্রার্থীরা চোরেদের পরাজিত করে জয়লাভ করেছেন। রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই।’
অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের সমাজকল্যাণ মহিলা সঙ্গে বহুমুখী সমবায় সমিতির ১৭ টি আসনের মধ্যে ৯ টি আসনে প্রার্থী দিয়ে ছয়টি আসনেই জয়লাভ করল বিজেপি। বাকি আটটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। পাশাপাশি, তিনটি আসনে ভোটের মাধ্যমে জয় মিলেছে তৃণমূলের। বিরোধী শূন্য থেকে এক লাফে ছয়টি আসনে বিজেপি প্রার্থীরা জিততেই আশার আলো দেখছে পদ্ম শিবির । অন্যদিকে আগামী বিধানসভার ভোটে ভালো ফলাফল নিয়ে আশায় বুক বাঁধছে শাসকদল ।
আজ রবিবার ভাটপাড়া গ্রামের চকরাম বিএল হাই স্কুলে সকালে ১১ টা থেকে শুরু হয় সমবায় সমিতির ১৭ টি আসনের নির্বাচন। বিকেল তিনটে পর্যন্ত চলে ভোট প্রক্রিয়া।বিভিন্ন দলের তরফে প্রায় ২০০ থেকে ২৫০ জন কর্মী, সমর্থকরা উপস্থিত হয়েছিলেন নির্বাচন কেন্দ্রের বাইরে। তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী স্নেহলতা হেমব্রম, বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী প্রমুখ।।

