এইদিন ওয়েবডেস্ক,রংপুর,২৭ জুলাই : ইসলামের নবীকে নিয়ে কটুক্তির মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হিন্দু কিশোর রঞ্জন রায়(১৮) এর ফাঁসির দাবিতে বিক্ষোভ করল রংপুরের জামাত ইসলামির ইঞ্জিয়ারিং ছাত্ররা ৷ আজ রবিবার বাংলাদেশের রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি (RIIT)-এর জামাতের জঙ্গি ছাত্ররা বড়সড় ব্যানার নিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল বের করে ম
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর গ্রামে ইসলাম ধর্ম ও নবী হজরত মহম্মদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রঞ্জন রায় (২১) নামে ওই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া মডেল থানার অন্তর্গত বেতগাড়ী গ্রামে তার বাড়ি । ওই কিশোর গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয়আনি গ্রামের বাসিন্দা সুজন কুমারের ছেলে। রঞ্জন রায় রিট পলিটেকনিক ইনস্টিটিউট (RIT), রংপুর-এর কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র।শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রঞ্জন রায় ওই গ্রামের সুজন চন্দ্র রায়ের ছেলে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান জানান,ফেসবুক পোস্টের পর এলাকায় অসন্তোষ বাড়তে থাকে। জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে রঞ্জন রায়কে আটক করে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এদিকে ঘটনার জেরে স্থানীয় উত্তেজিত জনতা একাধিকবার রঞ্জনের বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠায় স্থানীয় প্রশাসনের অনুরোধে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান মৃধা বলেন,’ঘটনার পর পরই প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা জনগণকে ধৈর্য্য ধরতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানাচ্ছি।’ তিনি আরও বলেন,’আইন-শৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যেন কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি, কাউকে অহেতুক হয়রানি না করা হয় সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।’ এই ঘটনায় সামাজিক ও ধর্মীয় সম্প্রদায়ের নেতারা সংযম ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। কিন্তু তাদের সেই আহ্বানে তোয়াক্কা না করে ওই হিন্দু কিশোরের ফাঁসির দাবিতে তোলপাড় শুরু করেছে জামাত ইসলামি ও বিএনপি ।।

