এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৫ আগস্ট : বিশ্বের শীর্ষস্থানীয় ধনীদের মধ্যে অন্যতম বিল গেটস ৭০০ কোটি টাকার প্রতারনার শিকার হয়েছিলেন । আর গুনধর সেই প্রতারকটি হল পাকিস্থানের বাসিন্দা । এমনই দাবি করা হয়েছে ‘The Key Man: The True Story of How the Global Elite Was Drooped by a Capitalist Fairy Tale’ নামক একটি বইয়ে । বইটির লেখক সাইমন ক্লার্ক ও বিল লাফ (Simon Clark ও Will Lough) । তাঁদের দাবি, আরিফ নকভি নামে এক পাকিস্থানি বিল গেটসকে ১০ কোটি ডলার বা ৭.৪১ বিলিয়ন টাকা প্রতারিত করেছিল । নকভি একজন প্রতারক তবে সে মূলত বিশ্বের কোটিপতিদেরই টার্গেট করত বলে বইটিতে দাবি করা হয়েছে ।
বইটিতে লেখা হয়েছে,আরিফ নকভি পাকিস্তানে একটি private equity firm চালাতো । তাতে টাকা বিনিয়োগের সুত্রে বিল গেটসসহ ধনীদের সঙ্গে প্রথমে সুসম্পর্ক তৈরি করেছিল । আর তার সুবিধা নিয়েই বিল গেটসকে প্রতারিত করেছিল নকভি । বিল গেটস ছাড়াও প্রতারণার শিকার হয়েছিলেন আরও অনেক ধনী ব্যক্তি । সে প্রায় ১০০ মিলিয়ন ডলার তছরুপ করেছিল । সম্প্রতি নকভির এক কর্মচারীই সমস্ত বিনিয়োগকারীদের ই-মেল পাঠিয়ে এই তথ্য জানিয়েছেন বলে বইটিতে দাবি করা হয়েছে । এবার এই প্রতারণা মামলায় জেলে যেতে পারে পাকিস্থানি প্রতারক আরিফ নকভি ।।