এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,২৬ জুলাই : সুপরিচিত সঙ্গীতশিল্পী মৌমিতা দেবনাথের আকস্মিক মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না পরিবার ও অসংখ্য গুনমুগ্ধ সঙ্গীতপ্রেমীরা । এদিকে ওই প্রতিভাবান শিল্পীর মৃত্যুর ঘটনা চাঞ্চল্যকর দিকে মোড় নিয়েছে । মৌমিতাকে পরিকল্পিভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের লোকজন । মৃতার মা রূপা দেবনাথ শুক্রবার রাজাপুর থানায় এনিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছে হাওড়া টাইমস । আর এই ঘটনায় যার দিকে অভিযোগের আঙুল উঠছে বলে ওই সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিনি হলেন হাওড়া গ্রামীণ পুলিসে কর্মরত এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টর (এএসআই) ।
উলুবেরিয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাউরিয়া সিপাই পাড়ায় বাড়ি ৩৫ বর্ষীয়া মৌমিতা দেবনাথের ।তিনি বেতার এবং টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন । এছাড়াও বিভিন্ন শহরে নিয়মিত অনুষ্ঠান করতেন । লিলুয়ার একটি বেসরকারি স্কুলের সংগীত শিক্ষিকা ছিলেন তিনি। প্রতিদিন সন্ধ্যায় লিলুয়ার নিমদিঘিতে গানের স্কুলে গান শেখাতে যেতেন মৌমিতা । বৃহস্পতিবার সন্ধাতেও যথারীতি তিনি একজনের বাইকের পিছনে বসে স্কুলে যাচ্ছিলেন । কিন্তু তাদের বাইক সন্ধ্যে প্রায় ৬ টা নাগাদ উলুবেড়িয়ার রাজাপুর থানার খলিসানি বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাট মুখি লেনে আসতেই একটা বেপরোয়া গতির যাত্রীবাহী বাস বাইকে সজোরে ধাক্কা দেয় । আর তাতেই মৌমিতা দেবনাথের মর্মান্তিক মৃত্যু হয় ।
হাওড়া টাইমস তার ফেসবুক পেজের প্রতিবেদনে জানিয়েছে,’মৃতার মা রূপাদেবীর অভিযোগ যে ওই এএসআই- এর সঙ্গে মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু গত মার্চ মাসে সেই বিয়ে ভেঙে যায়। তারপর থেকে ওই এএসআই নানাভাবে মৌমিতার উপর মানসিক অত্যাচার শুরু করে এবং তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিতে থাকে বলে অভিযোগ । মৃতার মা আরও দাবি করেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এএসআইয়ের সঙ্গে পাঁচলার পানিয়াড়ায় হাওড়া গ্রামীণের পুলিস সুপারের অফিসে দেখা করতে গিয়েছিলেন তার মেয়ে। সেখানে এক সিভিক ভলান্টিয়ারকে মোটরসাইকেলে মৌমিতাকে এগিয়ে দিতে বলেছিলেন ওই এএসআই। আর তারপরেই বেলতলায় ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। রূপাদেবীর অভিযোগ করেছেন যে এটা নিছক দুর্ঘটনা নয়,বরঞ্চ সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে । এদিকে সঙ্গীতশিল্পী মৌমিতা দেবনাথের মায়ের এই অভিযোগের পর তোলপাড় পড়ে গেছে জেলা জুড়ে ।।