এইদিন ওয়েবডেস্ক,হাভেরি,২৫ জুলাই : বিবাহিত বোনের সাথে এক ব্যক্তি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিল এক ব্যক্তি । মহিলার ভাই প্রেমিকের সাথে তাকে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলে । সেই রাগে বোনের প্রেমিকের মাথা থেঁতলে খুন করলেন ভাই । ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হাভেরি জেলার রানেবেন্নুর তালুকের চালাগেরি গ্রামে। মৃত ব্যক্তি রেল বিভাগের কর্মচারী দিলীপ হিতালামণি । খুনের পর পরে,ঘাতক রাজৈয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ।
জানা গেছে,রাজৈয়া বোন উমা বিবাহিতা । উমা সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন দিলীপ হিতালামণি । এনিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে অশান্তি চলছিল । কিন্তু আজ দু’জনকে চালাগেরি গ্রামে অপ্রীতিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন রাজৈয়া । সেই অশ্লীল দৃশ্য দেখে রাজৈয়া এতটাই ক্ষিপ্ত হয়ে যান যে একটা পাথর দিয়ে দিলীপের মাথা থেঁতলে খুন করেন । পরে তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ।
রাজৈয়া পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে বলেছেন,’আমার বোন বিবাহিত । সেই কারনে দিলীপকে বারবার সতর্ক করে বলেছিলাম যে আমার বোনকে ছেড়ে দে । ওকে সুস্থভাবে সংসার করতে দে । কিন্তু এত বোঝানোর পরেও আমাদের কোনো কথায় কর্নপাত করেনি দিলীপ৷ তাই বাধ্য হয়ে তাকে খুন করেছি ।’।

