এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২৫ জুলাই : খেজুরীর সমবায় ভোটে তৃণমূল ও সিপিএমকে ধরাশায়ী করল বিজেপি । ১২ টি আসনের মধ্যে ১২ টিতেই জিতেছে গেরুয়া শিবির । দলের এই অভাবনীয় সাফল্যের কথা জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’খেজুরী বিধানসভার খেজুরী ১ নম্বর ব্লকের কামারদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলী’র নির্বাচনে চোরেদের পরাজিত করে ১২-০ ফলাফলে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন। রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই।’
আজ শুক্রবার ভোট হয় । প্রতিদ্বন্দ্বীতা করে বিজেপি, তৃণমূল ও সিপিএম । ফলাফল প্রকাশ হতেই দেখা যায় তৃণমূল ও সিপিএমকে দাঁত ফোটাতে দেয়নি বিজেপি । সমবায়ের ১২ টা আসনের মধ্যে ১২ টাই দখল করে নিয়েছে তারা । বিজেপির জয়ী প্রার্থীরা হলেন : অভিরাম মালিক,আলোক কুমার সামন্ত,মদন মোহন মাল,নাড়ুগোপাল মাল,রবীন মাল,সমীরণ প্রধান,সন্ধ্যারাণী সামন্ত,সত্যরঞ্জন মাল ও উত্তম দলপতি । এছাড়া মহিলা সংরক্ষিত আসনেত ২জন প্রার্থী অরুনা মণ্ডল (মাইতি) ও শিবানী মাল জয়ী হয়েছেন। জয়ী হয়েছেন তপশীল জাতি / উপজাতি প্রার্থী চিন্ময় কুমার মালিকও । ফলাফল ঘোষণার পর বিজেপির জয়ী প্রার্থীরা সহ বহু কর্মী গেরুয়া আবির খেলেন এবং এলাকায় বিজয় মিছিল বের করেন ।
খেজুরী-২ বিজেপির মন্ডল সভাপতি রবীন মান্না বলেন, ‘ত্রিমুখী লড়াই হয়েছিল এবং তৃণমূল-সিপিএম জোট বেঁধে বিজেপিকে হারানোর চেষ্টা করেছিল । তবে এই জয় প্রত্যাশিত ছিল ।’ কারন বিগত ১০ বছর ক্ষমতায় থেকে তৃণমূল সমবায়ের দেওয়া ঋণ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বহু অনিয়ম করেছিল বলে তিনি অভিযোগ তুলেছেন ৷ তার কথায়,’এতে বীতশ্রদ্ধ হয়ে মানুষ বিজেপিকে বেছে নিয়েছেন ।’।

