এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২২ জুলাই : ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর সঙ্গে শিক্ষকের অশালীন আচরণের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নারায়ণপুর উচ্চ বিদ্যালয় । ক্ষিপ্ত গ্রামবাসীরা আজ মঙ্গলবার দুপুর থেকে স্কুলটিকে কার্যত ঘিরে রাখে । জনতার রোষ থেকে অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে টিচার্স রুমে তালাবন্ধ করে রেখে দেয় স্কুলের প্রধান শিক্ষিক । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশবাহিনী । কিন্তু শতাধিক মহিলা ও পুরুষ পুলিশককে পর্যন্ত ঘিরে রাখে । বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ অভিযুক্ত শিক্ষককে কোনো রকমে উদ্ধার করে গাড়িতে তোলে । সেই সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে পুলিশের উদ্দেশ্যে ইঁটপাটকেল ছুড়তে থাকে ক্ষিপ্ত জনতা । শেষ পর্যন্ত কোনো রকমে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ ।
জানা গেছে,নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের ভুক্তভোগী ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীটি এলাকারই বাসিন্দা । সোমবার ছুটির পর মেয়েটি বাড়িতে গিয়ে অভিভাবকদের জানায় স্কুলের কর্মশিক্ষা বিষয়ের শিক্ষক তার সঙ্গে অশালীন আচরণ করেছে। ছাত্রীর বাবা মা এদিন মঙ্গলবার ঘটনার কথা প্রতিবেশীদের কাছে জানান । নিমেষের মধ্যে গোটা গ্রাম জেনে যায় ঘটনার কথা । দুপুর বারোটা নাগাদ ছাত্রীর পরিবার প্রতিবেশী মিলে কয়েক’শ মহিলা ও পুরুষ স্কুলে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । তারা ওই শিক্ষককে চেপে ধরেন এবং মারমুখী হয়ে ওঠে । বেগতিক বুঝে প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষককে গ্রামবাসীদের রোষ থেকে বাঁচাতে টিচার্স রুমে ঢুকিয়ে তালা লাগিয়ে দেন। তারপরেই কয়েক ঘন্টা ধরে স্কুল প্রাঙ্গনে চলে বিক্ষোভ। খবর পেয়ে স্কুলে আসে ভাতার থানার বিশাল পুলিশ বাহিনী । পুলিশ উত্তেজিত গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে। সেই সময় বিশেষ করে ক্ষিপ্ত মহিলারা পুলিশ আধিকারিক ও কর্মীদের হেনস্তা করে । বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ পুলিশ স্কুল ভবনের মুল গেটের কাছে একটা চারচাকা গাড়ি এনে দাঁড় করায় । গাড়িটি ঘিরে থাকে পুলিশবাহিনী । এদিকে গাড়ি ও পুলিশবাহিনীকে ঘিরে রাখে বিশাল জনতা । সেই চরম উত্তেজনার মুহুর্তে পুলিশ কোনো রকমে অভিযুক্ত শিক্ষককে গাড়িতে তুলে দ্রুত গতিতে পালিয়ে যায় । সেই সময় ক্ষিপ্ত জনতা গাড়ি লক্ষ্য করে ইঁটপাটকেল ছুড়তে শুরু করে।
স্থানীয়দের অভিযোগ যে এই প্রথম নয়,এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল স্কুলে । কিন্তু চচক্ষুলজ্জায় ঘটনার কথা তারা প্রকাশ্যে আনেননি । এবারে স্কুলের কর্মশিক্ষা বিষয়ের শিক্ষকের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিক বলে দাবি জানিয়েছেন তারা । যদিও সোমবারের ঘটনার বিষয়টি নিয়ে ভুক্তভোগী ছাত্রী বা স্কুল কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি বলে জানা গেছে ।।

