এইদিন স্পোর্টস নিউজ,২২ জুলাই : টি-টোয়েন্টি সিরিজে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে নাকানিচুবানি খাচ্ছে পাকিস্তান । পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ । তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি আজ মঙ্গলবার বাংলাদেশের মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সামনে সিরিজ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ এসেছে । অন্যদিকে, টিকে থাকার লড়াইয়ে নামবে বাবর আজমহীন পাকিস্তান দল।
প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে রীতিমতো ধরাশায়ী হয়েছিলো পাকিস্তান। বল হাতে আগ্রাসী শুরু, ব্যাটিংয়ে নিয়ন্ত্রিত আত্মবিশ্বাস—সবমিলিয়ে একপেশে জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। স্বভাবতই দ্বিতীয় ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার কথা লিটন দাসের দলের।
বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের জন্য এটি আরও একটি প্রথম সুযোগ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও শ্রীলঙ্কায় প্রথমবার সিরিজ জয়ের কীর্তির পর এবার নিজের অধিনায়কত্বে প্রথম হোম সিরিজ জয় করতে মরিয়া তিনি। ঘরের মাঠ, পরিচিত কন্ডিশন, হোম ক্রাউড আর প্রথম ম্যাচের আত্মবিশ্বাস সব মিলিয়ে বাংলাদেশ শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে।
দ্বিতীয় ম্যাচের আগের দিন বিশ্রামে ছিলো দুই দলই। পাকিস্তান সফরে এসে এখন পর্যন্ত মাত্র একদিন অনুশীলন করার সুযোগ পেয়েছে। বৃষ্টির বাধায় প্রস্তুতিতেও ঘাটতি রয়ে গেছে। সিরিজ বাঁচাতে হলে আজ জয় ছাড়া বিকল্প নেই পাকিস্তানের । একাদশে পরিবর্তনও আসতে পারে। বাঁহাতি রিস্টস্পিনার সুফিয়ান মুকিমকে আজ দেখা যেতে পারে চূড়ান্ত একাদশে।
বাংলাদেশ দলে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করা তিন পেসার ও দুই স্পিনারকেই রাখা হচ্ছে দ্বিতীয় ম্যাচেও। তবে ম্যাচের সবচেয়ে বড় চিন্তা এখন আবহাওয়া। আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যায় মিরপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রথম ম্যাচে টানা ৯ ম্যাচ পর টসে জিতেছিলেন লিটন, আজও চাইবেন টসে জিতে আগে বোলিং নিতে।
বাংলাদেশের সামনে আজ ঐতিহাসিক সুযোগ। সিরিজ জিতে পাকিস্তানের বিপক্ষে নতুন এক অধ্যায় রচনা করার লক্ষ্যেই মাঠে নামছে লাল-সবুজ । ম্যাচ শুরু বাংলাদেশের সময় সন্ধ্যা ৬টা, ভেন্যু: মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম । খেলাটি টি-স্পোর্টস ও জিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।।