এইদিন ওয়েবডেস্ক,চাঁচল(মালদা):২৪ আগষ্ট : মঙ্গলবার মালদহের চাঁচল-১ বিডিওর কার্যালয়ে স্বাস্থ্য সাথী কার্ড বিলি করা হচ্ছিল । সেই কার্ড সংগ্রহ করার জন্য উপচে পড়ে ভিড় । মহিলা ও পুরুষরা ভিড়ে ঠাসা লাইনে দাঁড়িয়ে কার্ড সংগ্রহ করেন । স্বাস্থ্যসাথী কার্ড নিতে এসে স্বাস্থ্যবিধিই কার্যত শিকেয় ওঠে । এদিন সিংহভাগ মহিলার মুখে মাস্ক দেখা গেল না । শুধু তাইই নয়,লাইনে প্রতিক্ষারত মানুষের সঙ্গে কথা বলে জানা গেল তাঁদের মধ্যে অনেকেই করোনার প্রতিষেধক পর্যন্ত নেয়নি । এদিকে করোনার তৃতীয় ঢেউ রুখতে মরিয়া রাজ্য সরকার । রাজ্য জুড়ে জারি রয়েছে বেশ কিছু বিধিনিষেধ । এমন পরিস্থিতিতে চাঁচল-১ বিডিওর কার্যালয়ের সামনে এদিনের এই চিত্রে উদ্বিগ্ন এলাকার সচেতন নাগরিক মহল ।
স্বাস্থসাথী কার্ড নিতে আসা আমিনা খাতুন নামে এক মহিলা বলেন, ‘দীর্ঘক্ষণ ধরে প্রখর রোদে লাইনে গাদাগাদি করে দাঁড়িয়ে রয়েছি । আজ কার্ড পাব কি না জানি না ।’ যথারীতি তাঁর মুখেও মাস্ক নজর পড়ল না । জিজ্ঞাসা করে জানা গেল তিনি করোনার প্রতিষেধকও নেননি । এই অবস্থায় মাস্ক কেন পড়েননি জিজ্ঞাসা করতেই তিনি সলজ্জভাবে নিজের ব্যাগ থেকে মাস্ক বের করে মুখে লাগিয়ে নেন । তাঁকে দেখাদেখি আশপাশের মহিলারাও নিজের নিজের ব্যাগ থেকে মাস্ক বের করে মুখে লাগাতে শুরু করেন । স্বাস্থ্যসাথী কার্ডের শিবিরে দায়িত্ব থাকা দিপু চন্দ্র দাসের অভিযোগ,এদিন প্রচুর মানুষের ভিড় হয়েছে । আবেদনকারীদের মাস্ক পড়ে লাইনে দাঁড়ানোর কথা বলা হলেও কেউ মানছেন না ।।