এইদিন ওয়েবডেস্ক,মালদা,২১ জুলাই : শুধুমাত্র ইচ্ছাশক্তির জোরে মানুষ অনেক অসাধ্যসাধন করে ফেলে,যেখানে বয়স কোনো বাধা হয়ে দাঁড়ায় না । এটা যে নিছক কথার কথা নয়, সেটা প্রমান করে দিলেন মালদার এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা । ৬৫ বছর বয়সে নীলিমা ঘোষ নামে ওই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা আন্তর্জাতিক অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪ পদক ছিনিয়ে নিয়ে এসে গোটা এলাকাকে চমকে দিয়েছেন । তরুন প্রজন্মের কাছে আদর্শ হয়ে উঠেছেন ওই প্রৌঢ়া ।
মালদা শহরের কালীতলা এলাকায় বাড়ি নীলিমা ঘোষের । মকদমপুর হাইস্কুলে ক্রীড়া শিক্ষিকা ছিলেন। তিনি ২০২০ সালে চাকুরি থেকে অবসর নিয়েছিলেন । কিন্তু অবসরের পরেও তিনি নিয়মিত ক্রীড়া চর্চা চালিয়ে গেছেন । সম্প্রতি শ্রীলঙ্কার রাজাপক্ষ স্টেডিয়ামে আয়োজিত হয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ । তাতে হার্ডলস এবং হাই জাম্পে নাম লেখান নীলিমাদেবী । দুটো বিভাগেই তিনি স্বর্ণ পদক ছিনিয়ে নিয়ে এসেছেন । এছাড়াও পাঁচ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় দ্বিতীয় এবং লং জাম্পে তৃতীয় স্থান পেয়েছেন।
যদিও এখনো পর্যন্ত তাঁকে সরকারিভাবে কোনো সংবর্ধনা না দেওয়া হলেও স্থানীয় বৃন্দাবনী ময়দান ভেটেরেন্স ক্লাব কর্তৃপক্ষ নীলিমাদেবীকে সম্মান জ্ঞাপন করতে ভোলেনি । রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে তাঁকে সংবর্ধনা জানায় ক্লাব কর্তৃপক্ষ । গলায় উত্তরীয় পরিয়ে এবং স্মারক হাতে তুলে দিয়ে নীলিমাদেবীর কৃতিত্বকে সম্মান জানান তারা ।।

