এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ জুলাই : তিনি জন্মসূত্রে বাংলাদেশি । ভারতে অনুপ্রবেশের পর ভুয়ো শংসাপত্র তৈরি করে রীতিমতো ভারতীয় বনে যান । বিয়েও হয় এদেশে ৷ শুধু তাইই নয়,তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের বদান্যতায় ওবিসি সংরক্ষিত আসনে প্রার্থী হয়ে পঞ্চায়েতে জিতেও যান । হয়ে যান পঞ্চায়েত প্রধানও । কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে ভুয়ো নথি দেওয়ায় বাতিল হয় ওবিসি শংসাপত্র । পঞ্চায়েত সদস্যপদও বাতিল হয় । হ্যাঁ…. তিনি আর কেউ নন, তিনি হলেন মালদার (Malda) রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান লাভলি খাতুন (Lovely Khatun)। আজ সোমবার সেই লাভলি যোগ দিলেন তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশে । হাসিমুখে অন্যান্যদের সঙ্গে তুললেন সেলফি । যা ঘিরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া নিয়ে ফের একবার তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির দিকে অভিযোগের আঙুল উঠছে ।
লাভলি খাতুনের একটি ভিডিও বঙ্গ বিজেপির সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে শেয়ার করা হয়েছে । ভিডিও-এর ব্যাক গ্রাউন্ডে বাজছে মহম্মদ রফির একটি হিন্দি ছবির গান “ম্যায় মাটিকা গুড্ডা, তু সোনে কি চিড়িয়া” । যে ব্যক্তি গানে ঠোঁট মিলিয়েছেন তিনি লাভলি খাতুনকে “সোনে কি চিড়িয়া” হিসাবে চিহ্নিত করেছেন । বিজেপির তরফে প্রতিক্রিয়ায় লেখা হয়েছে,’মালদার হরিশচন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান লাভলি খাতুন, যিনি বাংলাদেশি নাগরিক হওয়ার কারণে সদস্যপদ হারিয়েছেন, তিনি এখন কলকাতায় তৃণমূলের ২১ জুলাইয়ের সভায় যোগ দিতে এসেছেন! বাংলাদেশি নাগরিক হলেও তাতে কী! মমতার কাছে তো অনুপ্রবেশকারীরাই সবচেয়ে বড় ভোটব্যাংক !’